লর্ডস টেস্টেও বাইরে অশ্বিন! টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ইংল্যান্ডের

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেটশিকারী দ্বিতীয় সংস্করণে টানা দুটি টেস্টে দলের বাইরে। শার্দুল ঠাকুরের জায়গায় ম্যাচ উইনার অশ্বিনকে দলে নেওয়ার সুযোগ থাকলেও সে পথে হাঁটলেন না বিরাট কোহলি। সেই সঙ্গে আজ আরও একবার টস হারলেন ভারত অধিনায়ক। মেঘলা আবহাওয়া ও ড্যাম্প পিচে টস জিতে বোলিং নিতে দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আজ মাঠে বসে খেলা দেখছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ বিসিসিআই কর্তারা।

বিরাটের 'দুর্ভাগ্য'

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-সহ এই নিয়ে ইংল্যান্ডে টানা ৯ বার বিরাট কোহলি টস হারলেন। জো রুটের কাছে ১১টি টেস্টের মধ্যে ১০টিতেই টস হারলেন বিরাট। একমাত্র গত ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন বিরাট, ভারত সেই টেস্টে জয় পায় ৩১৭ রানে। লর্ডসে এই নিয়ে অধিনায়ক হিসেবে বিরাট-রুট দ্বৈরথ হচ্ছে দ্বিতীয়বার। ২০১৮ সালের ৯ অগাস্ট টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। সেই টেস্ট ইংল্যান্ড জেতে ইনিংস ও ১৫৯ রানে।

অধিনায়কদের দ্বৈরথে

বিরাট কোহলি যে আজ নিয়ে ১০ বার রুটের কাছে টস হারলেন। এর আগে যে ৯টি টেস্টে ভারত অধিনায়ক বিরাট ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কাছে টস হারেন তার মধ্যে মাত্র একটি টেস্টই ড্র হয়েছে, চলতি সিরিজের প্রথম টেস্ট। বাকি ৮টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৩টিতে। হেরেছে ৫টিতে। ২০১৮ সালে পরাজয় বার্মিংহ্যাম, ওভাল, লর্ডস ও সাউদাম্পটনে। এ ছাড়া চলতি বছর চেন্নাইয়ে প্রথম টেস্টে বিরাটদের হারিয়েছে রুটবাহিনী। রুটের দলকে বিরাট-বাহিনী হারিয়েছে ২০১৮ সালের ট্রেন্টব্রিজে। এ ছাড়া চলতি বছর আমেদাবাদে দুটি টেস্ট ও চেন্নাইয়ে একটি টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।

দুই দলেই পরিবর্তন

মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টি হওয়ায় আজ নির্ধারিত সময়ের মিনিট ২০ দেরিতে টস হয়। ভারতীয় দলে আহত শার্দুল ঠাকুরের জায়গায় নেওয়া হয়েছে ইশান্ত শর্মাকে। ২০১৪ সালে শেষবার ভারত ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল লর্ডসে। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন ইশান্ত। ইংল্যান্ড দলেও তিনটি পরিবর্তন হয়েছে। স্টুয়ার্ট ব্রড আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ব্রডের জায়গায় খেলছেন মার্ক উড। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও লর্ডস টেস্টে খেলছেন জেমস অ্যান্ডারসনও, যা রুটদের কাছে যথেষ্ট স্বস্তির। ব্যাটিং মজবুত করতে ড্যান লরেন্স ও জ্যাক ক্রলির জায়গায় নেওয়া হয়েছে মঈন আলি ও হাসিব হামিদকে। হাসিব হামিদ ২০১৬ সালে ভারত সফরে এসেছিলেন, শেষ টেস্ট খেলেছিলেন মোহালিতে। তারপর ফের এদিন টেস্ট দলে এলেন ভারতেরই বিরুদ্ধে।

লর্ডস টেস্টে খেলছেন যাঁরা

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের প্রথম একাদশ- ররি বার্নস, ডম সিবলি, হাসিব হামিদ, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলি, স্যাম কারান, অলি রবিনসন, মার্ক উড, জেমস অ্যান্ডারসন

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
England Have Won The Toss And Elected To Field First Against India In Lord's Test. Ishant Sharma Comes In For Injured Shardul Thakur. England Make Three Changes.