হরমনপ্রীতের চোট! তাঁর সঙ্গেই 'দ্য হান্ড্রেড' না খেলে দেশে ফিরছেন স্মৃতি মান্ধানাও

অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে আর ঝুঁকি নিলেন না ভারতের মহিলা টি ২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সঙ্গে দ্য হান্ড্রেডের বাকি ম্যাচগুলি না খেলে দেশে ফিরে আসছেন স্মৃতি মান্ধানাও।

ফিরছেন হরমনপ্রীত-মান্ধানা

আগামী মাসেই ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়া রওনা হবে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান স্মৃতি মান্ধানা। মান্ধানা একশো বলের টুর্নামেন্টে খেলছিলেন সাদার্ন ব্রেভের হয়ে। দারুণ ছন্দেও ছিলেন। তিনি বলেছেন, ফাইনাল অবধি দলের সঙ্গে থাকতে পারলে ভালোই লাগত। কিন্তু সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর রয়েছে। ভারতীয় দলের সঙ্গে থাকায় অনেক দিন পরিবার থেকেও দূরেই রয়েছি। তবে দ্য হান্ড্রেডে দলের খেলার দিকে নজর থাকবে। আশা করি, ভালো ফর্ম অব্যাহতই থাকবে। অভিনব এই প্রতিযোগিতা খেলতে পেরে তিনি যে উপভোগ করেছেন তা জানিয়ে মান্ধানা বলেন, দারুণ প্রতিযোগিতা সাক্ষী থাকলাম। গতকালই মান্ধানা দ্য হান্ড্রেডে নিজের সেরা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। ৫২ বলে ৭৮ রান করেছেন ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে। সাতটি ইনিংসে তিনি রান করেছেন ১৬৭। গড় ১৩৩.৬০।

কৌরের চোট

হরমনপ্রীত কৌর খেলছিলেন ম্যাঞ্চেস্টার অরিজিন্যালসের হয়ে। ১০৯.৪৭ স্ট্রাইক রেট রেখে তিনি তিন ইনিংসে ১০৪ রান করেছিলেন। তবে ভারতের টি ২০ অধিনায়ক তথা টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ককে ভোগাচ্ছে পায়ের পেশির চোট (Quad Injury)। অস্ট্রেলিয়া সফরে ভারত দিন-রাতের টেস্টও খেলবে। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে শুরু করেছেন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা। এরই মধ্যে মান্ধানা ও কৌর দেশে ফিরছেন। বার্মিংহ্যাম ফিনিক্সে শেফালি ভার্মা, লন্ডন স্পিরিটে দীপ্তি শর্মা ও নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে জেমাইমা রডরিগেজ দারুণ ছন্দে রয়েছেন। জেমাইমা মহিলাদের হান্ড্রেডে এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারীও।

মহিলা দলের সাপোর্ট স্টাফ বদল

এরই মধ্যে ভারতীয় মহিলা দলে ফিল্ডিং কোচ ও ট্রেনার বদল হচ্ছে। ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটাররা ভালো ফিল্ডিং করেছিলেন এবং বেশ কয়েকটি দর্শনীয় ক্যাচও ধরেন। ফিল্ডিং কোচ অভয় শর্মার প্রশংসা করেছিলেন টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক মিতালি রাজ। হরমনপ্রীতও বলেছিলেন, অভয় শর্মা ভালো বুঝতে পারেন কার কোন জায়গায় ফিল্ডিংয়ে উন্নতি দরকার, সেইমতো অনুশীলন করাতেই দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়েছে। তবে শর্মা বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া সফরের জন্য বায়ো বাবলে যোগ দেননি। বিসিসিআই সূত্রে খবর, আগামী বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কথা ভেবে তাঁকে জুনিয়র ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া হতে পারে। ট্রেনার নরেশও বায়ো বাবলে যোদ দেননি। মহিলা দলের কোচেরই পদ পাকা। রমেশ পওয়ারের সঙ্গে রয়েছেন ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। ট্রেনার ও ফিল্ডিং কোচের নাম শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই। এনসিএ-র কোচদেরই ঘুরিয়ে ফিরিয়ে মহিলা দলের সঙ্গে পাঠানো হয়ে থাকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More HARMANPREET KAUR News  

Read more about:
English summary
Smriti Mandhana And Harmanpreet Kaur Will Play No Further Part In The Hundred, Set To Return India. Manchester Originals' Harmanpreet Kaur Has A Quad Injury.