দুয়ারে সরকার কর্মসূিচ
দুয়ারে সরকার কর্মসূচি ফের শুরু হচ্ছে বাংলায়। একুশের ভোটে যাকে বলে মাস্টার স্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুয়ারে সরকার কর্মসূচি। এক ধাক্কাতেই বিজেপি অনেকটাই ভোট ব্যাঙ্ক হারিয়ে ফেলেছিল। এই কর্মসূচি ফের শুরু হবে বলে ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। সে প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। ১৬ অগাস্ট থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। সব জেলায় হবে এই কর্মসূচি। তার জন্য আগে থেকে প্রচারও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ৮থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সব কাগজ পত্র খতিয়ে দেখা হবে জানিয়েছেন তিিন।
দুর্নীতি রুখতে কড়া মমতা
দুয়ারে সরকার কর্মসূচিতে দুর্নীতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেেছন দুয়ারে সরকার প্রকল্পে নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে। কোথাও অনিয়ম হচ্ছে মনে হলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে ফোন করে অভিযোগ জানান। তার জন্য একটি টোল ফ্রি নম্বরও ঘোষণা করেছেন তিনি। ১০৭০-২২১৪৩৫২৬- এই নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রী দফতরে অভিযোগ জানাতে হবে। এবার আর কোনও বিধায়ক বা মন্ত্রীর উপর ভরসা রাখেননি মমতা। সরাসরি নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন দুর্নীতি রোখার। কারণ ভোটের আগে আম্ফান ত্রাণের টাকা দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। ভোটের আগে তাই নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ সতর্ক মমতা
ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। তিনি ক্ষমতায় এলে গ্রামবাংলার গৃহবধূদের হাত খরচের টাকা দেবেন। সেই প্রতিশ্রুতি পূরণ করছেন তিনি। দুয়ারে সরকার প্রকল্পে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলিও করা হবে। এই নিয়ে আবার দুর্নীতির অভিযোগ উঠেছিল একাধিক জেলায়। ফর্ম দেওয়ার আগে সম্পত্তি কর মিটিয়ে দিতে হবে বলে প্রচার শুরু হয়েছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সরাসরি তিনি জানিয়েছেন কোনও রকম সম্পত্তি কর দিতে হবে না ফর্মের জন্য। সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার প্রকল্পে মিলবে এই সুযোগ। তবে দুর্নীতি রুখতে একটি ইউনিট নম্বর দেওয়া থাকবে সেই ফর্মে। যেটি কেউ নকল করতে পারবেন না। সেই ইউনিট নম্বর নিয়েই আবেদন করতে হবে আবেদনকারীকে। যিনি বেসরকারি সংস্থায় কাজ করেন কিন্তু কম বেতন পান অবং পেনসন পান না তিনিও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
ভাইফোঁটার দিন থেকে দুয়ারে রেশন
একুশের ভোটে তৃণমূলের ইস্তেহারে আরেকটি প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটি ছিল দুয়ারে রেশন। সেই দুয়ারে রেশন প্রকল্পেটি এখনও সব জায়গায় চালু করা যায়নি। প্রাথমিক ভাবে কয়েকটি জায়গায় চালু হয়েছে। সেটা পুরোপুরি শুরু হবে ভাইফোঁটার দিন থেকে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে মমতার আরেকটি মাস্টার স্ট্রোক ছিল দুয়ারে রেশন প্রকল্প। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর কথা বলা হয়েছিল। সেই কাজও হয়েছে জেলায় জেলায়।