হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে গিয়ে ভাঙা পায়ের স্ক্যান করালেন মমতা! খোঁজ নিলেন জয়া-সুদীপের

বিধানসভা নির্বাচনে এবার ভাঙা পা নিয়েই খেলা দেখান মমতা বন্দ্যোপাধ্যায়! নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পান তিনি। সবুজ করিডর করে তাঁকে নন্দীগ্রাম থেকে সড়ক পথে কার্যত উড়িয়ে আনা হয় এসএসকেএমে। দেখা যায় তাঁর পায়ের আঘাত গুরতর। শুধু তাই নয়, প্লাস্টার পর্যন্ত করা হয় তাঁর। ভোটের মুখে এই ঘটনাতে ভেঙে পড়ে তৃণমূল শিবির।

কিন্তু অদম্য মনের জোর আর বিশ্বাসে ভাঙা পা নিয়ে উঠে দাঁড়ান মমতা। হুইল চেয়ারে বসে একের পর এক বিধানসভাতে প্রচার করে গিয়েছেন তিনি। ভাঙা পা নিয়ে যেভাবে প্রচার করছিলেন তৃণমূল সুপ্রিমো তাতে অনেকে চিন্তিত হয়ে পড়েছিলেন।

কিন্তু ভোট মিটতেই প্লাস্টার খোলা হয় মুখ্যমন্ত্রীর পায়ের। কিন্তু রুটিন চেক আপ প্রয়োজন। আর সেই কারণে আজ বৃহস্পতিবার এসএসকেএম যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর পা স্ক্যান করান।

জানা গিয়েছে, আপাতত ভালো রয়েছে তাঁর পা। তবে চিকিৎসকরা তাঁকে কোনও পরামর্শ দিয়েছেন কিনা সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও কিছু স্পষ্ট করেননি। উল্লেখ্য, এদিন বিকেলে এসএসকেএম যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে চিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলা প্রয়োজন এই মুহূর্তে ত্রিপুরাতে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা জয়া দত্ত, সুদীপ রাহারা এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। মমতা তাঁদের দেখতে গিয়েছিলেন। তারই ফাঁকে নিজের পায়েরও একেবারে চিকিৎস করে নেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের দেখান তাঁর পা। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধায় বলেন, সুদীপদের দেখে গেলাম।

তবে সুদীপের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত তৃণমূল সুপ্রিমো। তবে শুধু জয়া কিংবা সুদীপ নন, মুখ্যমন্ত্রীর বোনও এই মুহূর্তে চিকিৎসাধীন হাসপাতালে। মমতা বলেন, ''আমার বোনও ভর্তি রয়েছে। ওকেও দেখে গেলাম। আর আমার পা-টাও একবার দেখানোর ছিল। স্ক্যান করালাম''।

উল্লেখ্য, এই বার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করেন মমতা বন্দ্যোপাধায়। সেই মতো প্রচার করতে সেখানে ছুটে যান। গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় পায়ে আঘাত পান মমতা। জখম অবস্থায় কলকাতায় ফিরে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালেই।

তাঁর পায়ের আঘাত নিয়ে কম জল ঘোলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পায়ের আঘাতের জন্যে অধিকারীদের ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন। এমনকি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তৃণমূল। এই অবস্থায় পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেয় বিজেপিও।

ভোটের মুখে পায়ে আঘাত নিয়ে নজর কারার চেষ্টা মমতা করছেন বলেও অভিযোগ ওঠে। যদিও কিছুদিনের মধ্যে ভাঙা পা নিয়ে প্রচারে ঝড় তোলেন মমতা। অন্যদিকে তদন্তে জানা যায়, কোনও ষড়যন্ত্র নয়, রাস্তার মাঝে থাকা লোহার বিমের আঘাতে চোট পান মমতা।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee did scan of her broken leg in SSKM, asked about health of Jaya Dutta, Sudip Raha