পাঞ্জাব-হরিয়ানার অধিকার কায়েমের যুদ্ধে লাভবান হচ্ছেন অলিম্পিক পদকজয়ী নীরজরাই

টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। তাঁর বর্শা নিক্ষেপের মাধ্যমে অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতেছে রাষ্ট্র। দেশের আবেগ সরিয়ে রাখলে রাজ্যের প্রেক্ষিতে কোন মাটিকে গর্বিত করলেন নীরজ, তা নিয়ে শুরু হয়েছে লড়াই। ২৩ বছরের অ্যাথলিটের সাফল্যের আঁচ গায়ে মাখতে মরিয়া হয়ে উঠেছে পাঞ্জাব ও হরিয়ানা। দুই রাজ্যের দড়ি টানাটানিতে অবশ্য লাভবান হচ্ছেন নীরজ। সুবিধা পাচ্ছেন অন্যান্য অ্যাথলিটরাও।

চোপড়ার সাফল্য এবং টানাটানি

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৫৯ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা নীরজকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে। কোন রাজ্যের অ্যাথলিট, তা নিয়ে অধিকার কায়েমের যুদ্ধে নেমে পড়েছে পাঞ্জাব ও হরিয়ানা। লড়াই চলছে দেশকে গর্বিত করা দুই রাজ্যের হকি খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া নিয়েও।

নীরজকে আর্থিক পুরস্কার

হরিয়ানার পানিপথে থাকেন নীরজ চোপড়া। সেই অধিকারে বিধি মেনেই সোনাজয়ী ঘরের ছেলেক জন্য ৬ কোটি টাকা আর্থিক পুরস্কার ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করে সে রাজ্যের সরকার। ওদিকে পাঞ্জাব আবার মনে করে নীরজ তাদেরই আপন। দাবি, ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ারের বাবা-মায়ের জন্ম পাঞ্জাবেই। একই সঙ্গে এনআইএস পাতিয়ালায় অনুশীলন করার সৌজন্যে নীরজকে ঘরের ছেলে বলেই মনে করছে অমরিন্দর সিং সরকার। দেশের সফল অ্যাথলিটের জন্য আড়াই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন। দুই রাজ্যের সংবর্ধনা প্রদানেও থাকছে প্রতিযোগিতা। বৃহস্পতিবার চণ্ডীগড়ে নীরজকে অভ্যর্থনা জানাবে পাঞ্জাব সরকার। শুক্রবার সোনার ছেলে সংবর্ধনা দেবে হরিয়ানা প্রশাসন।

বাকি অ্যাথলিটদের নিয়েও প্রতিযোগিতা

৪১ বছরের শূন্যতা কাটিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করেছে ভারতের পুরুষ হকি দল। সে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রাজ্যের দুই হকি খেলোয়াড়কে আড়াই কোটি টাকা ও সরকারি দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার। অন্যদিকে ওই হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং সহ মোট ১০ জন খেলোয়াড়ের জন্য প্রথমে ১ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল পাঞ্জাব সরকার। ওদিকে টোকিও অলিম্পিকে চতুর্থ হওয়া মহিলা হকি দলের অন্যতম সদস্য তথা নিজের রাজ্যের ৯ হকি খেলোয়াড়ের জন্য ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করে হরিয়ানা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে পুরস্কার মূল্য বাড়িয়ে দেয় পাঞ্জাব। ব্রোঞ্জজয়ী পুরুষ হকি দলের অন্যতম সদস্য তথা নিজের রাজ্যের দশ জন খেলোয়াড়ের জন্য আর্থিক পুরস্কারের মূল্য বাড়িয়ে ২.৫১ কোটি টাকা করা হয়েছে। টোকিও অলিম্পিকে রাজ্যকে গর্বিত করা মহিলা হকি দলের দুই সদস্যকে ১ কোটি টাকা করে দেওয়া হবে বলে অমরিন্দর সিং প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অলিম্পিকে পদক সংখ্যায় ভারতের রেকর্ড

২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছিল দেশ। বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গিয়েছে। খুব কাছে পৌঁছে ভারতীয় মহিলা হকি দল, গল্ফার অদিতি অশোক ও কুস্তিগীর দীপক পুনিয়ার পদক হাতছাড়া না হলে সংখ্যাটা দশে পৌঁছে যেতে পারত।

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Conflict start as Punjab and Haryana claim gold medalist Neeraj Chopra's Statehood