আফগানিস্তানকে বাঁচাতে বিশ্ব নেতাদের কাছে কাতর আবেদন ক্রিকেটার রশিদ খানের

আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করছে তালিবান। জঙ্গিগোষ্ঠীর হাত থেকে সেই স্থানগুলিকে মুক্ত করার চেষ্টা চালিয়ে বারবার ব্যর্থ হতে হচ্ছে আফগান সেনা। দুই পক্ষের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। তাতে প্রাণ হারাচ্ছেন সে দেশের সাধারণ মানুষ। প্রাণহানি থেকে ছাড় পাচ্ছেন না আফগান শিশু এবং মহিলারাও। সেই বিষাদ প্রত্যক্ষ করে কাতর হয়ে পড়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের স্পিনার রশিদ। সোশ্যাল মিডিয়ায় বিশ্ব নেতাদের উদ্দেশে বিশেষ বার্তাও লিখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রশিদ খানের একটি পোস্ট। যেখানে বিশ্ব নেতাদের কাছে ক্রিকেটারের কাতর আবেদন দেখে বেদনাহত হয়েছেন নেটিজেনরা। রশিদ লিখেছেন, আফগানিস্তান জুড়ে চলতে থাকা হিংসা, উন্মত্ততায় বিপন্ন হচ্ছেন সাধারণ। ধ্বংসাত্মক যুদ্ধে প্রতিদিনই বহু আফগান শিশু ও মহিলাকে শহিদ হতে দেখে শোকস্তব্ধ হয়েছেন লেগ স্পিনার। তাঁর কথায়, আফগানিস্তানে প্রতিদিনই বহু মানুষের সম্পত্তিহানি হচ্ছে। নিজের ভিটে ছেড়ে অন্যত্র প্রস্থান করতে হচ্ছে বহু নাগরিককে। এই করুণ পরিস্থিতিতে অবিলম্বে মানুষ মারার খেলা বন্ধ করার আর্জি জানিয়েছেন রশিদ। তাঁর বক্তব্য, আফগানিস্তানের মানুষ যুদ্ধ নয় শান্তি চান।

ইউরোপীয়ান ইউনিয়নের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা দখল করে নিয়েছে তালিবান গোষ্ঠী। দেশের উত্তর, পশ্চিম এবং দক্ষিণের ৬টি প্রভেন্সিয়াল ক্যাপিটাল জঙ্গি গোষ্ঠীর কব্জামুক্ত করতে বেগ পেতে হচ্ছে আফগান সেনাবাহিনীকে। কয়েকশো আফগান নাগরিক ঘরছাড়া হয়ে কাবুলের শরনার্থী শিবিরে এসে উঠেছেন। কেউ কেউ মহিলা এবং শিশুদের নিয়ে রাস্তাতেই বসে পড়তে বাধ্য হয়েছেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অস্থির হয়েছেন ক্রিকেটার রশিদ খান। বিশ্ব নেতাদের কাছে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার আবেদনও তিনি জানিয়েছেন।

Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
We want peace.🙏

— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021

উল্লেখ্য আগামী অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রশিদ খান। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট মাঠে নামা যে তাঁদের কাছে অসম্ভব হয়ে পড়ছে, তাও নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন লেগ স্পিনার।

আফগানিস্তানের হয়ে ৫টি টেস্ট খেলা রশিদ খান ৩৪টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট চারবার নিয়েছেন লেগ স্পিনার। দেশের হয়ে ৭৪টি ওয়ান ডে এবং ৫১টি টি২০ ম্যাচও খেলেছেন রশিদ। দুই ফর্ম্যাট থেকে তিনি যথাক্রমে ১৪০ ও ৯৫টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। বিশ্ব টি২০ ক্রমতালিকার এক নম্বর বোলারের দেশের জন্য আকুতি নেটিজেনদের আবেগতাড়িত করেছে।

More AFGHANISTAN News  

Read more about:
English summary
Cricketer Rashid Khan request World Leaders to save his country Afghanistan
Story first published: Wednesday, August 11, 2021, 14:00 [IST]