খোয়াই থানায় তৃণমূলের ধরনার জের, অভিষেক সহ ৫ নেতার বিরুদ্ধে FIR ত্রিপুরা পুলিশের

খোয়াই থানায় ধর্নার জের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, সুবল ভৌমিক, কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। আন্দোলন আরও তীব্র হবে হুঙ্কার কুণাল ঘোষের। ভয় পেয়েছে বিজেপি সেকারণেই মামলা বললেন দোলা সেন।

অভিষেকের বিরুদ্ধে এফআইআর

তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে খোয়াই থানায় ধর্না দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। সেই ঘটনায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। তালিকায় নাম রয়েছে ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ, সুবল ভৌমিকের। ১৮৬/৩৪ ধারায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ সময় থানায় ধর্না দিয়ে সরকারি কাজে ব্যঘাত ঘটিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মন মামলা দায়ের করেছেন।

বিজেপিকে নিশানা কুণাল-দোলার

এফআইআর দায়েরের ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন শান্তিপূর্ণ ধর্না করেছিল তৃণমূল কংগ্রেস। সেটাকে নিয়ে জোর করে অশান্তি তৈরির চেষ্টা করছে ত্রিপুরা সরকার। যদি সরকারি কাজে বাধা দেওয়া হয়ে থাকে সেই ধর্নায় তাহলে সেদিন কোর্টে কেন জানালেন না খোয়াই থানার পুলিশ। ওদের এই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এই ঘটনার পরে ত্রিপুরায় আন্দোলন আরও তীব্র হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। েয ওষুধ প্রয়োগ তৃণমূল কংগ্রেস শুরু করেছে ত্রিপুরা সেটা আরও জোরদার হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দোলা সেনের দাবি, ভয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বলেই মামলার পথে হাঁটতে শুরু করেছে।এই ধরনের মামলা করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বিনাশকালে বুদ্ধি নাশ হলে যা হয় ত্রিপুরায় বিজেপির এখন তাই দশা বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

খোয়াই থানায় ধর্না

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিষেক আসার আগেই পতাকা লাগানোকে কেন্দ্র করে দেবাংশু এবং জয়া দত্তের উপর হামলা চালানো হয়। আগরতলায় অভিষেকের কনভয়ে লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই দফায় দফায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের উপর চাপ বাড়তে থাকে। গ্রেফতার করা হয়েছিল জয়া দত্ত, দেবাংশু, সুদীপ রাহা সহ তৃণমূল কংগ্রেসের ৫ নেতাকে। তাদের গ্রেফতারির প্রতিবাদে থানায় গিয়ে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ওসির সঙ্গে দীর্ঘ বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপরে সেই ধর্নায় যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরাও। খোয়াই থানায় এই নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছিল।

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল

ত্রিপুরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হতেই ঘুম উড়েছে বিপ্লব দেব সরকারের। প্রথমে আইপ্যাকের ২৩ সদস্যের গ্রেফতারি। তারপরে ফের তৃণমূল কংগ্রেসের নেতাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার নাম করে গ্রেফতারি এবং বুধবার আরও ৫ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরা। দেবাংশু, জয়া দত্ত, প্রদীপ রাহাকে গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের জামিন করিয়ে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন জয়া দত্ত, দেবাংশুরা। তাঁদের দেখতে হাসপাতালে গিেয়ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জয়ের পর ত্রিপুরাকে টার্গেট করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। মুকুল রায় দলে যোগ দেওয়ার পর ত্রিপুরায় সংগঠন আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সূত্রের খবর সেপ্টেম্বর মাসে ত্রিপুরায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার সেপ্টেম্বর মাসেই ত্রিপুরায় জনসভা করতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা জয়েল লক্ষ্যে নতুন করে ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় নেতাদের আনাগোনা বেড়েছে। কুনাল ঘোষ ফিরে আসতেই সেখানে গিয়েছেন মলয় ঘটক। আজ সেখানে দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা মলয় ঘটকের।

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Khow what police took step for Abhishek Banerjee and 5 TMC leader