টোকিও গেমসে সোনাজয়ী সুবেদার নীরজ পেলেন ভারতীয় সেনাপ্রধানের সংবর্ধনা

অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে ভারতের হাতে প্রথম সোনা তুলে দেওয়া নীরজ চোপড়া ইতিহাস রচনা করেছেন। তাই ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে দেশের গর্বের শেষ নেই। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা অ্যাখলিট টোকিও থেকে ফিরেই আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন। সংবর্ধনা, অভ্যর্থনা, আর্থিক পুরস্কারে ভরতে শুরু করেছে নীরজের ঝুলি। এবার খোদ ভারতীয় সেনাপ্রধান এমএস নারাভানের সান্নিধ্য পেয়ে আপ্লুত হয়েছেন দেশের সোনাজয়ী অলিম্পিয়ান।

সেনাপ্রধানের প্রশংসা

অলিম্পিকে দেশের হয়ে ইতিহাস রচনা করা সুবেদার নীরজ চোপড়ার সঙ্গে দেখা করলেন ভারতের সেনাপ্রধান এমএম নারাভানে। মঙ্গলবার নিজের দফতরে ২৩ বছরের ভারতীয় অ্যাথলিটের সঙ্গে কথা বলার পাশাপাশি জ্যাভলিন থ্রোয়ারকে সংবর্ধনাও দেন সেনাপ্রধান। বিশ্বমঞ্চে দেশকে সম্মানিত করার জন্য নীরজের প্রশংসায় পঞ্চমুখ হন নারাভানে। দেশের সেনাপ্রধানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সাক্ষী ছিলেন ভারতীয় অ্যাথলিটদের গর্বিত বাবা-মা। তাঁদের শুভেচ্ছা জানান নারাভানে। নীরজের সঙ্গে দেখা করলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও।

রাজপুতানা রাইফেলসের পুরস্কার

২০১৬ সালের ১৫ মে ৪ রাজপুতানা রাইফেলসের সুবেদার পদে নিযুক্ত হয়েছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতে তিনি ভারতীয় সেনাকেও গর্বিত করেছেন বলে জানিয়েছেন জেনারেল এমএম নারাভানে। এদিকে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ থেকে সোনাজয়ী নীরজ চোপড়াকে আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন লেফটেন্যান্ট জেনারেল এবং রাজপুতানা রাইফেলসের কর্নেল কনওয়ালজিৎ সিং ধীলন। ২৩ বছরের অ্যাথলিটের হাতে তাঁর রেজিমেন্টের তরফে ৬ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে টোকিও অলিম্পিকের কুস্তির সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনো দীপক পুনিয়াকেও ৪.৫ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করেছে রাজপুতানা রাইফেলস।

পাঞ্জাব সরকারের উদ্যোগ

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। আগামী ১২ অগাস্ট চণ্ডীগড়ে ২৩ বছরের অ্যাথলিটের হাতে ২.৫ কোটি টাকা তুলে দেওয়া হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একই দিনে পাঞ্জাব থেকে টোকিও গেমসে অংশ নেওয়া এবং সফল হওয়া পুরুষ ও মহিলা দলের হকি খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং, মনদীপ সি্ং, হরমনপ্রীত সিং, রূপীন্দর পাল সিং, সিমরনজিৎ সিং, গুরজন্ত সিং, শামশের সিং, বরুণ কুমার, হার্দিক সিং, দিলপ্রীত সিং, কিষাণ পাঠককে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নীরজকে আর্থিক পুরস্কার

২০০৮ সালের পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতের জন্য ফের সোনা জিতে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ নীরজকে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বিসিসিআইয়ের তরফেও এক কোটি টাকার পুরস্কার পাচ্ছেন চোপড়া। দেশের হয়ে ইতিহাস রচনা করা জ্যাভলিন থ্রোয়ারের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অনলাইন লার্নিং অ্যাপ বাইজু। হরিয়ানা সরকারের তরফে নীরজকে ৬ কোটি টাকার পাশাপাশি এ গ্রেডের সরকারি চাকরি ও জমি অফার করা হয়েছে। অলিম্পিকে সাফল্যের স্বীকৃতি হিসেবে নীরজকে এক কোটি টাকা দেবে চেন্নাই সুপার কিংস। গুরুগ্রাম-স্থিত এলান গ্রুপের চেয়ারম্যান রাকেশ কাপুর ২৩ বছরের অ্যাথলিটের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Gold winning Subedar Neeraj Chopra felicitated by Indian Army's Rajputana Rifles
Story first published: Wednesday, August 11, 2021, 10:34 [IST]