কার্যত কোনও রকম আলোচনা ছাড়াই শেষ হচ্ছে বাদল অধিবেশন। বিরোধীদের লাগাতার হই হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা এবং লোকসভা। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সমস্ত শালীনতার সীমা ছাড়ান বিরোধী দলের সাংসদরা। সাংসদের কেউ টেবিলের বসে থাকেন তো কেউ আবার টেবিলের উপরে দাঁড়িয়েও পড়েন।
রাজ্যসভাতে এই ছবি কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। আর সেই কারণে আবেগ প্রবণ হয়ে পড়লেন বেঙ্কাইয়া। শুধু তাই নয়, মাথা নিচু করে কাঁদতেও দেখা যায় তাঁকে। রাজ্যসভাতে এই ঘটনা ব্যতিক্রম বলেই জানাচ্ছেন সাংসদরা।
উল্লেখ্য, এবার বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে পেগাসাস, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা এবং লোকসভা। বিশেষ করে পেগাসাস ইস্যুতে একজোট হয় বিরোধীরা। এবং লাগাতার চাপ সৃষ্টি করতে থাকে। একাধিক ইস্যুতে কেন্দ্রের তরফে আলোচনা চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি বিরোধীদের হট্টগোলের মধ্যে পড়ে।
এই নিয়ে বারবার কেন্দ্রের তরফে বিরোধীদের কাছে আর্জি জানানো হয়। এমনকি খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে সমস্ত বিরোধীদের ফোন করে সুষ্ঠ ভাবে অধিবেশন চালানোর কথা বলেন। তিনি বলেন, বিরোধীদের হই হট্টগোলের কারণে সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যার মধ্যে পড়ছেন। কিন্তু এরপরেও লাগাতার ভাবে সাংসদের মধ্যে এবং বাইরে আন্দোলন চালিয়ে যান।
তবে মঙ্গলবার পরিস্থিতি আরও জটিল হয়। মূলত কৃষি আইন নিয়ে আলোচনা চান বিরোধীরা। সেই মতো আলোচনার সময় দেওয়া হলেও কিন্তু কম দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীদের লাগাতার হট্টগোলের কারণে দফায় দফায় রাজ্যসভা মূলতুবি হয়ে যায়। কিন্তু রাজ্যসভাতে যে ছবি ধরা পড়ে তাতে ক্ষুব্ধ হন বেঙ্কাইয়া নাইডু।
শুধু তাই নয়, আবেগপ্রবণ হয়ে পড়েন। মঙ্গলবার রাজ্যসভাতে কেউ কালো কাপড় উড়িয়ে দেন, কেউ ফাইল ছুড়ে দেন। অনেক সাংসদকে আবার টেবিলের ওপর উঠে বসে থাকতে দেখা যায়। এমনকি কাউকে তো আবার বেঞ্চের উপর দাঁড়িয়ে চিৎকার করতে দেখা যায়। কার্যত চরম বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে।
সেই আচরণের কথা উল্লেখ করেই এ দিন দুঃখ প্রকাশ করেন বেঙ্কাইয়া নাইডু। যেভাবে গণতন্ত্রের মন্দিরকে অপবিত্র করা হয়েছে সেই দৃশ্য দেখে আমি আতঙ্কিত, বলেন উপ-রাষ্ট্রপতি। শুধু তাই নয়, সংসদের আচরনে পবিত্রতা নষ্ট হয়েছে বলেও দাবি।
বেঙ্কাইয়া নাইডু এক জায়গাতে বলছেন, মঙ্গলবারের এই দৃশ্য দেখে সারা রাত ঘুমোতে পর্যন্ত পারেননি। আর সে বিষয়টি তুলে ধরতে গিয়েই আবেগপ্রবন হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, মাথা নিচু করে কাঁদতেও দেখা যায় তাঁকে।
উল্লেখ্য, বিরোধীদের বিক্ষোভের জেরে আজ বুধবার মুলতুবি হয়ে যেতে পারে বাদল অধিবেশন। আগামী ১৩ তারিখ পর্যন্ত সাংসদের অধিবেশন চলার কথা ছিল। কিন্তু বিরোধীদের আন্দোলনের কারণে নির্দিষ্ট সময়ের আগে শেষ হচ্ছে অধিবেশন।