ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে অনিশ্চিত ব্রড-অ্যান্ডারসন, ইংল্যান্ড দলে ডাক পাক বংশোদ্ভূত পেসারকে

লর্ডস টেস্টের আগে ভারতের থেকেও বেশি চিন্তায় ইংল্যান্ড। ব্যাটিং নিয়ে চিন্তার মধ্যেই এবার বোলিং আক্রমণ নতুন করে সাজাতে হচ্ছে জো রুটকে। চোটের কারণে লর্ডস টেস্টে অনিশ্চিত জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দলে ডেকে নেওয়া হয়েছে পাক বংশোদ্ভূত ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদকে, তাঁর টেস্ট অভিষেক হতে চলেছে লর্ডসে।

অভিষেক হতে পারে সাকিবের

২৪ বছরের সাকিব ইংল্যান্ডের হয়ে সাতটি একদিনের আন্তর্জাতিক ও ৯টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা সবমিলিয়ে ২১। ২২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৬৫টি উইকেট রয়েছে। সাকিবের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে। টি ২০ আন্তর্জাতিক অভিষেক তারও মাস তিনেক আগে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলার পর তিনি দ্য হান্ড্রেডে খেলছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিকে ৯টি উইকেট দখল করেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিকে তুলে নেন চার উইকেট। এবার ডাক পেলেন টেস্ট দলে, এমনকী লর্ডসে ভারতের বিরুদ্ধে অভিষেকও হতে পারে।

অনিশ্চিত ব্রড-অ্যান্ডারসন

স্টুয়ার্ট ব্রডের কাফ মাসলে চোট থাকায় তিনি ইতিমধ্যেই অনিশ্চিত হয়ে পড়েছেন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। অনুশীলনে ওয়ার্ম আপ জগ করার সময় গতকাল তাঁর পা পিছলে যায়। বাঁ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না, স্ক্যান করানো হয়েছে। তবে যা পরিস্থিতি তাতে ব্রড লর্ডসে তাঁর ১৫০তম টেস্টটি খেলতে পারবেন না। এমনকী চোট গুরুতর হলে সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন। এরই মধ্যে জো রুটদের দুশ্চিন্তা বেড়েছে জেমস অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও। তিনি আজ অনুশীলনে নামেননি। যদি জেমস অ্যান্ডারসনও খেলতে না পারেন তাহলে ২০০৭ সালের পর এই প্রথম ইংল্য়ান্ডকে দেশের মাটিতে টেস্ট খেলতে নামতে হতে পারে ব্রড ও অ্যান্ডারসনকে বাইরে রেখেই।

বোলিং শক্তি কমজোরি

পেসার সাকিবকে কভার হিসেবে ডাকার আগে মঈন আলিকে দলে নিয়েছে ইংল্যান্ড। ফলে ডম বেসকে আর টেস্ট দলের সঙ্গে রাখা হচ্ছে না। ইংল্যান্ডের এই স্পিনার ইয়র্কশায়ার দলের সঙ্গে যোগ দিতে আজ সকালেই রওনা হয়ে গিয়েছেন। প্রথম একাদশে মঈন আলির থাকা কার্যত নিশ্চিত। ক্রিস ওকস, বেন স্টোকস, জোফ্রা আর্চার, অলি স্টোনের পর অ্যান্ডারসন ও ব্রড-বিহীন ইংল্যান্ডের বোলিং আক্রমণ নিঃসন্দেহে কমজোরি হয়ে পড়বে। স্বাভাবিকভাবেই যা চিন্তায় রাখছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে। এমনিতেই ট্রেন্ট ব্রিজে দলের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। এবার বোলিং আক্রমণও নতুন করে সাজাতে হবে। অলি রবিনসন, স্যাম কারানের সঙ্গে বাকি দুই পেসার হিসেবে দেখা যেতে পারে সাকিব মাহমুদ ও ক্রেগ ওভারটনকে। দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে নেমে ৫ উইকেট পাওয়া পাক বংশোদ্ভূত সাকিবের কাল টেস্ট অভিষেক হলে তাঁর দিকেও থাকবে বিশেষ নজর।

মঈন ভরসা

ইংল্যান্ড অধিনায়ক জো রুট মঈন আলির উপর অনেকটাই ভরসা করছেন শুধু বোলিং নয়, ব্যাটসম্যান হিসেবেও। গত ফেব্রুয়ারিতে ভারত সফরে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের পর আর টেস্ট খেলেননি মঈন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ফর্মে ছিলেন। ২০১৯ সালে অ্যাশেজে এজবাস্টন টেস্টের পর তিনি ফের টেস্ট খেলতে চলেছেন লর্ডসে। মঈন বার্মিংহাম ফিনিক্সের অধিনায়ক হিসেবে দলকে দ্য হান্ড্রেডে পয়েন্ট তালিকার শীর্ষেও রেখে আসেন টেস্ট দলে যোগ দেওয়ার আগে। রুট বলেছেন, অলরাউন্ডার হিসেবে দক্ষতার কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন, টেস্টেও তাঁর সাফল্যলাভের বিষয়ে আস্থা রয়েছে আমাদের। প্রথম একাদশে তাঁর আসার সম্ভাবনার কথাও ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন রুট।

— England Cricket (@englandcricket) August 11, 2021

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
England Pacer Stuart Broad Doubtful For The Lord's Test As Saqib Mahmood Has Been Called As Cover. India vs England Second Test Starting Tomorrow.