বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়েননি, ছাড়েননি রাজনীতিও! জল্পনা বাড়ালেন সতীর্থ রুদ্রনীল

বাবুল সুপ্রিয় সম্প্রতি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন। সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু সাসংদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। বরং তিনি জানিয়েছেন রাজনৈতিক কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাবে না। তাঁর পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা টলিউড তারকা রুদ্রনীল ঘোষ সাফ জানিয়ে দিলেন বাবুল এখনও বিজেপি ছাড়েননি।

বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়েননি, ছাড়েননি রাজনীতিও!

বাবুল সুপ্রিয়কে নিয়ে রুদ্রনীলের কথায় জল্পনা বাড়ল। রুদ্রনীলের সাফ কথা বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়েননি, ছাড়েননি রাজনীতিও। সক্রিয় রাজনীতি থকে অবসর নেওয়ার হলে তিনি আগে সাংসদ পদ ছেড়ে দিতেন। কিন্তু ফেসবুকে সাংসদ পদ থেকে ইস্তফার কথা জানানোর পরও তিনি যখন তা ছাড়েননি, তিনি রাজনীতিও ছাড়েননি।

বাবুল সুপ্রিয় প্রসঙ্গে যা বললেন রুদ্রনীল ঘোষ

রুদ্রনীলের কথায়, সাসংদ পদে থাকা মানেই মানুষের জন্য রাজনৈতিক দায়িত্ব পালন করা। তা তো তিনি করবেন। সাসংদ হিসেবে তাঁর দায়িত্ব রয়েছে আসানসোলের মানুষের প্রতি। তিনি সেই দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক দৌড়ঝাঁপ থেকে কেউ সাময়িক বিরতি নিতেই পারেন, তার মানে এই নয় যে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন।

লম্বা ফেসবুকে পোস্টে জ্বালা-যন্ত্রণা, লাঘব নাড্ডার বৈঠকে?

সপ্তাহ দুয়েক আগে রাজনীতি ছাড়ার কথা ফেসবুকে বার্তায় জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর লম্বা ফেসবুকে পোস্টে জ্বালা-যন্ত্রণা উগরে দিয়েছিলেন। বলেছিলেন, তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। এমনকী সাংসদ যে সব সুবিধা তিনি পান, সবকিছুই প্রত্যাহার করবেন। বাড়িও তিনি ছেড়ে দেবেন।

জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর বাবুল সাংসদ থেকে গেলেন

জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর বাবুল সুপ্রিয় মত বদলে বলেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি। তবে আসানসোলবাসীর কথা ভেবে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি না। তবে কোনও রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আর দেখতে পাবেন না। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছি না। আমি সাসংদ পদে থাকছি, আসানসোলে গিয়ে কাজ করব। কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেব না।

রুদ্রনীলের কথায় বাবুলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠে গেল

বাবুল সুপ্রিয় রাজনৈতিক সন্ন্যাস নিয়ে চর্চা চলছে সেই থেকেই। এরই মধ্যে রুদ্রনীল ঘোষের ছোট্ট একটা মন্তব্য ফের আগুন ঘি দিল। ফের বাবুল ইস্যু সামনে চলে এল। তবে কি তৃণমূল যে দাবি করে আসছিল, সেটাই সত্যি! বাবুল সুপ্রিয় এতদিন নাটক করলেন রাজনীতি ছাড়ার। রাজনীতি ছেড়ে সাংসদ থাকার ঘোষণা আইওয়াশ ছাড়া কিছু না! এমন নানা জল্পনার জটাজাল ফের ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পর বিজেপি নেতা রুদ্রনীলের কথায় বাবুলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠে গেল।

More RUDRANIL GHOSH News  

Read more about:
English summary
Rudranil Ghosh increases speculation about Babul Supriyo’s resignation from politics and also BJP
Story first published: Wednesday, August 11, 2021, 15:07 [IST]