|
মাঠে ফিরছেন শ্রেয়স
গত মার্চে পুনেতে ভারত-ইংল্যান্ড একদিনের আন্তর্জাতিক চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তারপর তাঁর কাঁধে অস্ত্রোপচারও হয়। এরপর আর মাঠে নামতে পারেননি শ্রেয়স। আইপিএল খেলতে পারেননি, কাউন্টিতে খেলার সুযোগ পেয়েও পারেননি। যদিও আইপিএলেই তিনি মাঠে ফিরছেন। শ্রেয়স চোটের কারণে আইপিএলে খেলতে না পারায় তাঁর জায়গায় ঋষভ পন্থের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। আজ শ্রেয়স নিজেই মাঠে ফেরার খবর জানিয়ে দুই হাতে দুটি ব্যাট নিয়ে ছবি পোস্ট করে টুইটে লেখেন, মাঠে নামার জন্য প্রস্তুত। লড়াইয়ের জন্য প্রস্তুত। খেলার জন্য প্রস্তুত। আরোগ্য লাভের পথে যাঁরা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। এবার ব্যাটের কথা বলার সময়।
|
অধিনায়কত্বে কে?
শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতেও ঋষভ পন্থের নেতৃত্বে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়সকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। যদিও শ্রেয়সের হাতে ফের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে কিনা সেটা স্পষ্ট করা হয়নি। শ্রেয়স যখন আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন, তখন জানানো হয়েছিল আইয়ার না থাকায় পন্থই নেতৃত্ব দেবেন। দিল্লি ক্যাপিটালস সর্বতোভাবে শ্রেয়সের পাশে রয়েছে। উল্লেখ্য, শ্রেয়সের নেতৃত্বেই দিল্লি ক্যাপিটালস ২০২০ সালের ফাইনাল খেলেছিল।
আইপিএলে শ্রেয়স
গত বছরের আইপিএলে ব্যাট হাতেও দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার। ১৭টি ম্যাচে ৫১৯ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ৮৮। তিনটি অর্ধশতরান করেছিলেন। আইপিএলে মোট ৭৯টি ম্যাচে তাঁর মোট রান ২২০০। সর্বাধিক ৯৬। ১৬টি আইপিএল অর্ধশতরান রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে
টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলেও নিশ্চিতভাবেই থাকবেন শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের হয়ে ২২টি একদিনের আন্তর্জাতিকে শ্রেয়স রান করেছেন ৮১৩, একটি শতরান ও আটটি অর্ধশতরান রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে ২৯টি ম্যাচে ৫৫০ রান করেছেন, তিনটি অর্ধশতরান-সহ। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান ১০৩, টি ২০ আন্তর্জাতিকে ৬৭। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি শতরান রয়েছে, সর্বাধিক অপরাজিত ২০২।
নতুন শুরু
টেস্ট দলের মিডল অর্ডারে যখন নিজের দাবি জোরালো করতে শুরু করেছিলেন তখনই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় সরে যাওয়ায় মাস চারেক মাঠের বাইরে থাকতে হল তাঁকে। কাউন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন এবং ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখার কথা ভাবা হচ্ছিল। কিন্তু চোট সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। তবে ফের সব অতীত ভুলে নতুন করে শুরু করতে মুখিয়ে শ্রেয়স। জানা গিয়েছে, সপ্তাহখানেক এনসিএ-তে শ্রেয়সের ফিটনেস-সহ শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা চলে। তারপরই তাঁকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে। টি ২০ বিশ্বকাপের দল গঠনের আগে যা নিঃসন্দেহে ভারতীয় দলের কাছেও স্বস্তির খবর।