অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাজুড়ে, ভরা বর্ষায় এবার বন্যা আর পাহাড়-ধসের আতঙ্ক

বাংলার উপর মৌসুমী অক্ষরেখার প্রভাব সক্রিয় হয়ে রয়েছে। তা ক্রমে সরতে সরতে হিমালয়ের দিকে ধাবমান। তার ফলে পাহাড় ও পাহাড় সংলগ্ন এলাকায় বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও।

বুধবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে রাজ্যজুড়ে

বুধবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টিপাত হবে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রকোপ বাড়বে

বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রকোপ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও দুই ২৪ পরগনা। কলকাতা ও শহরতলির হাওড়া-হুগলিতেও বৃষ্টি হবে দফায় দফায়। এমনিতেই হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে রয়েছে। বৃষ্টির দাপটে তা আরও বাড়বে।

সপ্তাহভর বর্ষামুখর দিন কাটবে বাংলা

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সোম ও মঙ্গলবার বৃষ্টির প্রকোপ কমবে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের দিকে সরে যাওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বর্ষার মারকাটারি ব্যাটিং শুরু হবে। সব মিলিয়ে সপ্তাহভর বর্ষামুখর কাটবে বাংলা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
Weather office forecasts heavy rain over West Bengal in rainy season due to monsoon. The flood and landslide possibility are also in Bengal.