জন্মদিনের 'গ্র্যান্ড' পার্টিতে বিরোধীদের বৈঠক, সিব্বলকে নিয়ে চাপ বাড়ছে কংগ্রেসে

৮ তিনমূর্তি লেন দিল্লির বাসভবনে শরদ পাওয়ার, ওমর আবদুল্লা, লালুপ্রসাদ যাদব, ডেরেক ও' ব্রায়েনের মতো বিজেপি বিরোধী মুখদের নিয়ে বৈঠক করলেন কপিল সিব্বল৷ রবিবার কংগ্রেসের এই সিনিয়ার নেতার জন্মদিন ছিল৷ তার ঠিক একদিন পরেই নিজের বাসভবনে বিরোধী নেতাদের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করেন সিব্বল। বাইরে থেকে সাধারণ জন্মদিনের পার্টি মনে হলেও আদপে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকের মঞ্চ হিসেবেই ব্যবহৃত হয়েছে দিনটি৷ যদিও কংগ্রেস সুপ্রিমোর অনুপস্থিতিতে এ রকম মিটিং নিয়ে সবচেয়ে অস্বস্তিতে রয়েছে কংগ্রেস নেতারাই!

গত বছর কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতারা৷ দলের সংগঠনে আমূল পরিবর্তন এবং যোগ্য লোকদের জায়গা দেওয়া, বিরোধিতার ইস্যু নির্বাচন সহ একাধিক বিষয় ছিল সেই চিঠিতে৷ এরপরই কংগ্রেসে সাময়িক শাস্তির মুখে পড়তে হয়েছিল এই নেতাদের। যদিও এ বছর আবার এই জি-২৩ ভুক্ত নেতাদের দলে গুরুত্ব দেয় কংগ্রেস৷ দেশের রাজনীতিতে বহু বছর ধরে কপিল অন্যতম পরিচিত মুখ। নিজের দলের বাইরেও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে কপিলের গ্রহণযোগ্যতা রয়েছে৷ স্বাভাবিকভাবেই সিব্বল এবং বিজেপি বিরোধী নেতাদের বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে৷

সূত্রের খবর ২০২৪ কে পাখির চোখ করতে চাইছে কংগ্রেস। আর তার আগে ২০২২ এর উত্তরপ্রদেশ নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে দেখছে তারা। গত সপ্তাহে দিল্লি এসে সোনিয়া গান্ধির সঙ্গে আলোচন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো দিল্লিতে থাকা অবস্থায় বিজেপি বিরোধী দলগুলির নেতাদের নিয়ে বৃহত্তর জোটোর ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধি। কিন্তু তারপরই রাহুল, সোনিয়াকে বাদ দিয়ে বিরোধীদের সঙ্গে সিব্বলের বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে কংগ্রেসেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেস নেতারা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যখন সোনিয়া এবং রাহুল গান্ধি বিরোধীদের একজায়গাতে এনে বিজেপি বিরোধী জোটের প্রস্তুতি শুরু করেছেন তখন হঠাৎ করে মাঝখান থেকে সিব্বলের এরকম বৈঠক করার প্রয়োজন ছিল না ৷ বা বৈঠক করলেও সেটা রাহুল গান্ধির উপস্থিতিতেই করা উচিৎ ছিল বলেই মত দিয়েছেন কংগ্রেসের নেতারা।

কী আলোচনা হয় সোমবারের পার্টিতে? সূত্রের খবর কংগ্রেসর চিন্তিত হওয়ার মতো কোনও আলোচনা নয় বরং রাহুলদের মাঝে রেখেই বিরোধী জোট গড়ার কথা আলোচনা হয়েছে সিব্বলের বৈঠকে৷ কংগ্রেসকে সামনে রেখেই বিজেপি বিরোধী জোট গঠনের কথা বলেছেন শরদ পাওয়ার, ওমর আবদুল্লা, ডেরকে ও লালু প্রসাদ-রা। পাশাপাশি উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে সরাতে কার কী ভূমিকা হওয়া উচিৎ সে নিয়েও আলোচনা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CONGRESS News  

Read more about:
English summary
Kapil Sibal tries to unite oppositions against BJP in his Birthday party
Story first published: Tuesday, August 10, 2021, 12:24 [IST]