নীরজকে সম্মান প্রদর্শনে বিশেষ উদ্যোগ
গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেদিনই দেশের হয়ে ইতিহাস রচনা করেছিলেন নীরজ চোপড়া। সেই মুহুর্ত এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। তাদের তরফে সোনার ছেলেকে সম্মান প্রদর্শনে এবার থেকে প্রতি বছর ৭ অগাস্ট দেশজুজ়ে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অ্যাথলেটির ফেডারেশনের প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানট মঙ্গলবার নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশে জ্যাভলিনের জনপ্রিয়তা বাড়ানোই যে তাঁদের লক্ষ্য, তাও জানাতে ভোলেননি ভানট।
টোকিওয় দুর্দান্ত নীরজ
টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। যা জাতীয় রেকর্ডও বটে। যদিও এই উচ্চতায় অনেকগুলি ধাপ পেরিয়ে পৌঁছতে হয়েছে নীরজকে। অনেক পরিশ্রমের ফসল যে এই সাফল্য, তাও জানাতে ভোলেননি সোনার ছেলে। কীভাবে অর্জন করলেন এই দক্ষতা, তার উত্তরও রাখঢাক না করেই বলেছিলেন নীরজ। জানিয়েছিলেন অনেক অল্প বয়স থেকে জ্যাভলিন থ্রো-র প্রেমে পড়েছিলেন। চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জান জিলেজনি ছিলেন নীরজের আদর্শ। ইউ টিউবে ওই প্রবাদপ্রতিম অ্যাথলিটের থ্রো দেখেই তিনি প্রাথমিক স্তরে নিজের টেকনিক তৈরি করেছিলেন বলে জানিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৫৯ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব।
নীরজের ব্যক্তিগত রেকর্ড
চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জয়ের নজির রয়েছে তাঁর। ২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ৬৮.৪৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন তিনি। এক বছর পর কেরলের এক টুর্নামেন্টে তিনি ৬৯.৯৯ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন। ২০১৪ সালে প্রথম ৭০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন নীরজ। ২০১৫ সালে ৮০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ভার্সিটি চ্যাম্পিয়নশিপে ৮১.০৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছিলেন পানিপথের তরুণ। ২০১৬ সালে আন্তর্জাতিক স্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন নীরজ। পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতীয়। ৮৬.৪৮ মিটার দূরত্বে তিনি বর্শা নিক্ষেপ করেছিলেন।
৯০ পেরোতে চান নীরজ
প্রথম অলিম্পিকেই অসাধ্য সাধন করেছেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে দেশকে ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। টোকিও গেমস থেকেই নিজের পরবর্তী লক্ষ্য বেঁধে নিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। জানিয়ে দিয়েছেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা। উল্লেখ্য অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। টোকিও গেমসে সেই রেকর্ড ভাঙতে চেয়েও পারেননি নীরজ চোপড়া। তবে আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট।