সঠিক ভাবে NPS এ বিনিয়োগ কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে!
Retirement Oriented Investment-এর বিকল্প হচ্ছে NPS! মার্কেটের সুবিধা পাওয়া যায় এতে। এই স্কিমের মাধ্যমে NPS-এ দেওয়া টাকা দুটি জায়গাতে বিনিয়োগ হয়ে থাকে। equity অর্থাৎ শেয়ার মার্কেট এবং Debt অর্থাৎ সরকারি বোন্ড এবং কোর্পোরেট বন্ডে। তবে NPS-এর মাধ্যমে কত টাকা equity অর্থাৎ শেয়ার মার্কেটে যাবে সেটি গ্রাহক ঠিক করে দিতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময়ে এই বিষয়টি চূড়ান্ত করে দিতে হবে। তবে সাধারণ ভাবে ৭৫ শতাংশ টাকা equity অর্থাৎ শেয়ার মার্কেটে দেওয়া হয়। তবে এর মাধ্যমে পিপিএফ কিংবা EPF-এর থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সুবিধা থাকে।
Scenario No. 1
যদি আপনি NPS-এর মাধ্যমে কোটিপতি হওয়ার সুযোগ পেতে চান তাহলে এর নিয়ম খুবই সোজা। তবে শুধুমাত্র এজন্যে ট্রিক জেনে নেওয়াটা খুব প্রয়োজন। ধরে নিন এই সময় আপনার বয়শ মাত্র ২৫ বছর। যদি আপনি প্রত্যেক মাসে 5400 টাকা এনপিএসের মাধ্যমে বিনিয়োগ অর্থাৎ প্রত্যেকদিন ১৮০ টাকা। ৬০ বছর অর্থাৎ অবসর পর্যন্ত এই টাকা দিয়ে যেতে হবে। অর্থাৎ ৩৫ বছর পর্যন্ত এতে বিনিয়োগ করে যেতে হবে ধ্রে নেওয়া যাক এরপর ১০ শতাংশ হারে এই টাকার রিটার্ন পেতে শুরু করলেন। অর্থাৎ আপনি যখন পুরো অবসর নেবেন তখন পেনশনের মূল ধণরাশি হবে 2.02 কোটি টাকা।
এনপিএস বিনিয়োগের শুরু কখন!
বয়স ---- ২৫ বছর
প্রত্যেক মাসে বিনিয়োগ ৫৪০০ টাকা।
investment period- ৩৫ বছর
আনুমানিক রিটার্ন- ১০ শতাংশ
কি বলছে খাতা?
Bookkeeping of NPS Investments
Total invested মোট বিনিয়োগ- 22.68 লক্ষ টাকা
মোট সুদ- 1.79 কোটি টাকা।
পেনশন ভ্যালু- 2.02 কোটি টাকা
এতে মোট ট্যাক্স বেঁচেছে অর্থাৎ total tax savings 6.80 লাখ টাকা।
কত টাকা পেনশন পাওয়া যাবে?
গোটা টাকা এক সাথে বের করে নেওয়া যাবে না। এর থেকে মাত্র ৬০ শতাংশ টাকা বার করা যাবে। বাকি ৪০ শতাংশ টাকা annuity plan-এ আপনাকে দিতে হবে। যার মাধ্যমে প্রত্যেক মাসে পেনশন পাওয়া যাবে। ধরে নিন ৪০ শতাংশ টাকা এই প্ল্যানে দিয়ে দিয়েছেন। তাহলে আপনি একটা মোটা অঙ্কের টাকা তুলতে পারবেন। তথ্য বলছে 1.21 কোটি টাকা আপনি পেতে পারবেন। ধরে নেওয়া যাক যদি সুদ ৬ শতাংশ হারে পাওয়া যায় তাহলে ৪০ হাজার টাকা পাওয়া যাবে প্রত্যেক মাসে পেনশন হিসাবে।
পেনশন হিসাব কি বলছে?
annuity------- ৪০ শতাংশ।
আনুমানিক সুদের হার ৬ শতাংশ।
একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে-সেটি 1.21 কোটি টাকা।
প্রত্যেক মাসে পেনশন পাওয়া যাবে 40,477 টাকা।
Scenario No. 2
মাথায় রাখতে হবে যে যত দ্রুত এনপিএসে বিনিয়োগ শুরু করে দেবেন তত সুবিধা ভোগ করতে পারবেন। শুধু তাই নয়, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। যদি আপনি ৩০ বছর বয়সে NPS -এর মাধ্যমে বিনিয়োগ শুরু করেন তাহলে দেখে নিন কত টাকা পাবেন। আর পেনশনের অ্যামাউন্টও বাঁ কত?
এনপিএসে বিনিয়োগ!
বয়স ---- ৩০ বছর
প্রত্যেক মাসে বিনিয়োগ ৫৪০০ টাকা।
investment period- ৩০ বছর
আনুমানিক রিটার্ন- ১০ শতাংশ
এক্ষেত্রে কি বলছে খাতা?
Bookkeeping of NPS Investments
Total invested মোট বিনিয়োগ- ১৯.৪৪ লক্ষ টাকা
মোট সুদ- 1.01 কোটি টাকা।
পেনশন ভ্যালু- 1.20 কোটি টাকা,
এতে মোট ট্যাক্স বেঁচেছে অর্থাৎ total tax savings 5.83 লাখ টাকা।
কত টাকা পেনশন পাওয়া যাবে?
annuity------- ৪০ শতাংশ।
আনুমানিক সুদের হার ৬ শতাংশ।
একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে-সেটি 72.56 লক্ষ টাকা।
প্রত্যেক মাসে পেনশন পাওয়া যাবে 24,188 টাকা।
অর্থাৎ এনপিএসের মূল মন্ত্র হল যত তাড়াতাড়ি এই খাতে টাকা বিনিয়োগ করতে পারবেন বুড়ো বয়সে এর সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ কোটিপতি হওয়ার সুযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।