মাত্র একটি রাজ্যই জানিয়েছে অক্সিজেনের অভাবে মৃত্যু, জানাল কেন্দ্র

অক্সিজেনের সংকটে মৃত্যু হয়েছে এমন তথ্য জানিয়েছে কেবল একটি মাত্র রাজ্য। মোদী সরকার অক্সিজেনের অভাবে মৃত্যু নিয়ে রাজ্যগুলির কাছে তথ্য তলব করেছিল। তারপরেই জানা গিয়েছে মাত্র একটি রাজ্যই এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এমনই জানানো হয়েছে।

অক্সিজেনের অভাবে মৃত্যু

করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল ভারতে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছিল। সেই সঙ্গে বেড়েিছল মৃত্যুর সংখ্যা। প্রথম বারের চেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভে। অক্সিজেন সংকট চরম আকার নিয়েছিল গোটা দেশে। একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত রোগীরা। দিল্লি থেকে কর্নাটক সর্বত্র একই ছবি দেখা গিয়েছে। রাস্তায় পড়ে অক্সিজেনের অভাবে কাতরাতে দেখা গিয়েছে করোনা আক্রান্ত রোগীদের।

একজনেরও মৃত্যু হয়নি হাসপাতালে

এর আগে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী দাবি করেছিলেন করোনার সেকেন্ড ওয়েভে একজনেরও মৃত্যু হয়নি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। এতজনের মৃত্যু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভে। সংবাদ পত্র থেকে টেলিভিশন চ্যানেল সর্বত্র অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তারপরেও কেন্দ্র কীভাবে এই কথা বলতে পারে এই নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন কেন্দ্র গোটা দেশকে অন্ধকারে রাখতে চাইছে। সেকারণেই এই ধরনের ভুল তথ্য পেশ করছে।

তথ্য তলব কেন্দ্রের

বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে শেষে ঢোক গেলে মোদী সরকার। এবং রাজ্যগুলির কাছে অক্সিজেনের অভাবে মৃত্যুর তথ্য জানতে চায়। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলির কাছে রিপোর্ট তলব করা হয় এই নিয়ে। অক্সিজেনের অভাবে কোনও রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা তার তথ্য সংগ্রহ করে কেন্দ্রকে জানাতে বলা হয়। সূত্রের খবর এখনও পর্যন্ত ১৩ রাজ্য কেন্দ্রের এই নির্দেশের পর তথ্য জানিয়েছে। সেই তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব অক্সিেজনের অভাবে মৃত্যুর তথ্য জানিয়েছে কেন্দ্রকে।

কোথায় হয়েছে মৃত্যু

যে রাজ্যগুলি অক্সিজেনের অভাবে মৃত্যুর তথ্য জানিয়েছে কেন্দ্রকে তার মধ্যে পাঞ্জাব প্রকাশ্যে এনেছে তথ্য। অমরিন্দর সিং সরকার জানিয়েছে পাঞ্জাবে ৪ জনের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। তাতে একটু চাপ বেড়েছে মোদী সরকার। আগে যেভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল কোথাও কোনও মৃত্যু হয়নি। সেটা যে একেবারেই সত্যি নয় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে যে সংখ্যা কেন্দ্র দাবি করেছে সেটা নয় বলে জানিয়েছে কেন্দ্র। তবে করোনার সেকেন্ড ওয়েভে গোটা দেশে যে তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছিল সেকথা স্বীকার করে নিয়েছে মোদী সরকার। তার জন্য মোদী সরকার সবরকম পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে সংসদে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus death due to Oxygen shortage
Story first published: Tuesday, August 10, 2021, 22:48 [IST]