উত্তর প্রদেশের ভোটের আগে মোক্ষম চাল, প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়ে নতুন মোড়কে উজ্জ্বলা প্রকল্পের সূচনা

উত্তর প্রদেশের (uttar pradesh) মাহোবায় উজ্জ্বলা-টু (ujjwala 2) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। পুরো অনুষ্ঠানটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রকল্পের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি জাতির উদ্দেশেও ভাষণ দেবেন। প্রসঙ্গত ২০১৬ সালে এই উত্তর প্রদেশের বালিয়ায় উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠান নিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, ভারতের উন্নয়নে নতুন পদক্ষেপ। উজ্জ্বলা টু প্রকল্পের সূচনা করা হবে এবং মাহোবার মানুষদের হাতে গ্যাসের সংযোগ তুলে দেওয়া হবে। তিনি বলেছেন, এই প্রকল্পের সূচনা থেকে তা জনগণের বিশেষ করে মহিলাদের জীবনের মান উন্নয়ন করেছে। তিনি আরও বলেছেন ২০১৯-এর অগাস্টে ওই প্রকল্পে ৮ কোটি মানুষকে সংযোগ দেওয়া হয়। যা নির্ধারিত টার্গেটের সাতমাস আগেই পূরণ করা হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রীর অফিস থেকে ঘোষণা

রবিবার প্রধানমন্ত্রী অফিস থেকে ১০ অগাস্টের অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়। সেখানেই উল্লেখ করা হয় উজ্জ্বলা প্রকল্পের দ্বিতীয় দফার সূচনার কথা। পিএমও-র তরফে জানানো হয়, ২০১৬ সালে শুরু করা উজ্জ্বলা ১-এ পাঁচ কোটি বিপিএল পরিবারের মহিলাদের হাতে গ্যাসের সংযোগ তুলে দেওয়ার টার্গেট রাখা হয়েছিল। পরবর্তী সময়ে এই প্রকল্প বর্ধিত করে সাতটি ক্যাটেগরির মহিলাদের সুযোগ দেওয়া হয়। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে অতিরিক্ত এককোটি গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। এই অতিরিক্ত এক কোটি সংযোগ দেওয়া হবে কোনও ডিপোজিট ছাড়াই। নিম্ন আয়ের সেইসব পরিবারগুলির হাতে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে, যাঁরা আগে এই সুযোগ পাননি।

প্রথম সিলিন্ডার ফ্রিতে

প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছিল, উজ্জ্বলা ২-এ প্রথম সিলিন্ডারটি পাওয়া যাবে বিনামূল্যে। এছাড়া খুব অল্প কাগজপত্রে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। সবার কাছে এলপিজির সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর অফিস থেকে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকলেও, ঘটনাস্থলে থাকবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশের ভোটের আগে মোক্ষম চাল

২০১৬-র মে মাসে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশেই এই প্রকল্পের সূচনা করেছিলেন। তারপর ২০১৭-তে ছিল উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০১৯-এর মধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশেই এই প্রকল্পে ১.৪৭ কোটি পরিবার সুবিধা পায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বিজেপি রাজ্যে ভাল ফল করে। সমীক্ষায় দেখা গিয়েছে, সারা দেশের মধ্যে উত্তর প্রদেশেই এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা সব থেকে বেশি। এবারও উজ্জ্বলা টু প্রকল্পের সুচনা হতে চলেছে উত্তর প্রদেশ থেকে। আর কয়েকমাস পরেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন।

ফের 'বিগড়ে' গেলেন বিজেপি বিধায়ক! কর্মসূচিতে অনুপস্থিতি, তৃণমূল নেতার কথায় শুরু জল্পনাফের 'বিগড়ে' গেলেন বিজেপি বিধায়ক! কর্মসূচিতে অনুপস্থিতি, তৃণমূল নেতার কথায় শুরু জল্পনা

More BJP News  

Read more about:
English summary
After launching Ujjwala 2 in UP's Mahoba via video conferencing PM Modi to address Nation