আগামী পাঁচদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে বন্যার আতঙ্ক! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতর (weather office) থেকে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। সঙ্গে অবশ্য বাতাসে বেশি জলীয় বাষ্পজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি ববৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অগাস্ট বৃহস্পতিবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিনেই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে ১৫ অগাস্ট রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাকি তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ অগাস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ অগাস্ট সকাল পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৫.৩ )
বালুরঘাট ২৬.২ (২৭.১)
বাঁকুড়া ২৬.৫ (২৪.৯)
ব্যারাকপুর ২৭.৬ (২৬.৮)
বহরমপুর ২৫ (২৪.৮)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৮ (২৫.৪)
কোচবিহার ২৭.২ (২৭.১)
দার্জিলিং ১৬ (১৬.৬)
দিঘা ২৮.২ (২৭.১)
কলকাতা ২৮.৩ (২৭.৩)
মালদহ ২৬.৬ (২৭.৪)
পানাগড় ২৭.৫ (২৬.৩)
পুরুলিয়া ২৬.১ (২৫.১)
শিলিগুড়ি ২৬.৪ (২৫.৭)
শ্রীনিকেতন ২৬.৯ (২৬ )

দেশের আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পূর্বের সীমা ক্রমেই হিমালয়ের পাদদেশ সংলগ্ন হচ্ছে। অন্যদিকে পশ্চিমের শেষ অংশও স্বাভাবিকের থেকে উত্তরের দিকে সরেছে। পূর্বাভাস আনুযায়ী, পুরো মৌসুমী অক্ষরেখাই হিমালয়ের পাদদেশে সরে যেতে চলেছে। যার জেরে ১০ অগাস্ট থেকে দেশের বাকি অংশে বৃষ্টিপাত কমতে থাকবে। পাশাপাশি পূর্ব উত্তর প্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

এর জেরে ১৫ অগাস্টের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিস্তীর্ণ এলাকা ছাড়াও উত্তর-পূর্বে রাজ্যগুলি বিশেষ করে অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ৫ দিন উত্তরাখণ্ডে এবং ১৩ অগাস্টের মধ্যে হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে আগামী দিন কয়েক বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতে আগামী ৫ দিন এবং কেরলে আগামী ৩ দিন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলতে থাকবে। উত্তর-পশ্চিম ভারত বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত এবং দক্ষিণভারতের বাকি রাজ্যগুলিতে বর্তমানের কম বৃষ্টির পরিস্থিতি চলতে থাকবে।

কংগ্রেসের জি-২৩ নেতাদের উদ্যোগে বৈঠকেও জোটে যোগ-বিয়োগ, ২০২৪-এর লড়াইয়ে বিজেপি বিরোধী স্ট্র্যাটেজিতে শানকংগ্রেসের জি-২৩ নেতাদের উদ্যোগে বৈঠকেও জোটে যোগ-বিয়োগ, ২০২৪-এর লড়াইয়ে বিজেপি বিরোধী স্ট্র্যাটেজিতে শান

More WEATHER News  

Read more about:
English summary
Weather office warns heavy rain may happen in next five days in five Himalaya foot hill districts and 3 south Bengal districts.
Story first published: Tuesday, August 10, 2021, 9:24 [IST]