প্রতি পদে পদে অভিষেকের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে! বিস্ফোরক দাবি 'পিসি' মমতা বন্দ্যোপাধ্যায়ের

ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরাতে! ২০২৩ বিধানসভা নির্বাচন সেই রাজ্যে। আর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা দখল মূল টার্গেট তৃণমূলের। আর সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছে শাসকদল। সে রাজ্যে বিপ্লব দেব সরকারের বিরদ্ধে একাধিক অসন্তোষ রয়েছে।

আর সেই অসন্তোষকে কাজে লাগিয়ে ত্রিপুরাতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তবে সে রাজ্যে একের পর এক বাধা। ২১ শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে না দেওয়া সহ জয়া সুদীপদের উপর হামলার ঘটনাতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

অভিষেকের উপর নজরদারি চালাচ্ছে বিজেপির গুন্ডারা

তবে আজ সোমবার মমতা সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনও ভাবে তৃণমূলকে আটকানো যাবে না। ত্রিপুরাতেও পরিবর্তন আসবে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। অর্থাৎ ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে রাজ্যে অভিষেকের প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা তাঁর। মমতা বলেন, অভিষেকের উপর নজরদারি চালাচ্ছে বিজেপির গুন্ডারা।

দফায় দফায় উত্তেজনা ছড়ায় ত্রিপুরাতে

উল্লেখ্য, শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় ত্রিপুরাতে। ধলাইয়ের আমবাসায় দেবাংশু, জয়া দত্ত, সুদীপ রাহার গাড়ি আটকে হামলার ঘটনা ঘটে। তাঁদের টার্গেট করে লাগাতার ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। কোনও রকমে দেবাংশু এবং জয়া দত্ত বেঁচে গেলেও মাথা ফেটে যায় সুদীপের। এই মুহূর্তে তিনজনই কলকাতায় চিকিৎসাধীন। এদিন সকালে এসএসকেএমে তাঁদের দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। কার্যত এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মারাত্মক অভিযোগ করেন তিনি। বলেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। অইত শাহের নির্দেশে এই ঘটনা হচ্ছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণসংশয় রয়েছে

শুধু তাই নয়, ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণসংশয় রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ''বুলেটপ্রুফ গাড়ি ছিল। তাই বেঁচে গিয়েছে। নইলে গাড়ি চুরমার হয়ে যেত। শুধু তাই নয়, অভিষেকের সিটের পাশে ৫ জন গুণ্ডার জন্য আসন বুক করেছিল বিজেপি। অভিষেকের পদে পদে জীবন সংশয় ছিল। এতকিছু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব নয়। '' বলা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ত্রিপুরাতে অভিষেক পা রাখা মাত্র উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা যায়, দফায় দফায় ত্রিপুরাতে তাড় কনভয় আটকে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর গাড়িতে ইট থেকে লাঠি একের পর এক পড়তে থাকে। কার্যত কিছুটা প্রাণহাতে নিয়েই ত্রিপুরা সফর করেন অভিষেক।

ত্রিপুরা ডিজিকে চিঠি তৃণমূলের

উল্লেখ্য এই ঘটনার পর স্থানীয় তৃণমূলের তরফেও অভিষেককে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, এই মর্মে তদন্ত চেয়ে ত্রিপুরার রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। সেখানে কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এমনকি যেভাবে রাস্তার দুধারে লাঠি, বাঁশ নিয়ে লোকজন দাঁড়িয়ে ছিল তাতে যে কোনও সময়ে অভিষেকের উপর হামলার ঘটনা ঘটে যেতে পারত বলেও অভিযোগ ত্রিপুরা তৃণমূলের। কার্যত আজ সেই বিষয়টিকে তুলে এনে ভাইপোর প্রাণ আশঙ্কার কথা তুলে ধরলেন পিসি।

নাটক করছে বলেও দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতির

তবে অভিষেকের সফর নিয়ে মমতার পাল্টা দাবি বিজেপির। তাঁদের দাবি, ৩০ লক্ষ টাকা ভাড়া দিয়ে আস্ত একটা বিমান ভাড়া করা হয়েছিল অভিষেকের ত্রিপুরা সফরের জন্যে। সেই বিমানে তাঁর নিরাপত্তা কর্মীরা ছিলেন। ফলে বিজেপি কখন গুন্ডা লাগালো? দাবি বিজেপির। শুধু তাই নয়, ত্রিপুরা নিয়ে তৃণমূল নাটক করছে বলেও দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Abhishek Banerjee has threat to his life in Tripura, Claims Mamata Banerjee