করোনা হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের পাইপে বিস্ফোরণ, ৯ জনের মৃত্যু রাশিয়ায়

অক্সিজেন পাইপ ঘিরে মারাত্মর দুর্ঘটনা ঘটে গেল রাশিয়ায়। সেখানে এক কোভিড হাসপাতালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। অক্সিজেন পাইপ ফেটে ইতিমধ্যেই সেখানে করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু জন আহত অবস্থায় রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

রাশিয়ায় করোনা আক্রান্তদের এক হাসপাতালে এই অক্সিজেনের দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নিউজ এজেন্সি টাস জানাচ্ছে যাঁরা প্রয়াত হয়েছেন তাঁরা সকলেই করোনা রোগী। ফরে হাসপাতালের এমন দুর্ঘটনার জেরে ৯ জন করোনা রোগী রাশিয়ায় এদিন মারা গিয়েছেন। রাশিয়ার ভ্লাদিকাভকাজে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে আজ। জানা গিয়েছে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে ছিল ওই অক্সিজেন পাইপ। আর তা বিস্ফোরণ হয়েই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তে আইসিইউএর সঙ্গে হাসপাতালের অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন হয়। আর তার জেরেই ঘটে গিয়েছে এই বিপর্যয়।ঘটনার সময় হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আক্রান্তদের ৭১ জন ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। ফলে এই ৭১ জন রোগীকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে রাশিয়ায়। এই ৭১ জনই ওই অক্সিজেন পাইপলাইন থেকে অক্সিজেন নিচ্ছিলেন। আর তা বিস্ফোরণ হওয়ায় বিপর্যয়ের পরিমাণ বেড়েছে।রাশিয়ার ভ্লাদিকাভকাজের স্থানীয় প্রশাসন সূত্রে জাানো হয়েছে , হাসপাতালের নিচে ছিল একটি রিজার্ভার। সেখানে অক্সিজেন পাইপ বিস্ফোরণ কের ফেটে যায়। ফলে মুহূর্তে বিপর্যন্ত হয়ে পড়ে হাসপাতালের অক্সিজেন পরিষেবা। আশঙ্কাজনক পর্যায়ে চলে যায় হাসপাকেল আইসিইউতে তাকা রোগীরা। এরই সঙ্গেই হাসপাতালে অক্সিজেনের অভাবে ৯ জনের মুহূর্তে মৃত্যু হয়ে যায়।

উল্লেখ্য রাশিয়ায় মোট করোনা আক্রান্ত ৬,৫৪৬৯৯১০ জন। করোনার জেরে মৃত্যু হয়েছে সেখানের ১৬৫৬৫০ জনের। সুস্থ হয়েছেন ৫,৭৬৯ ৯৮১ জন। গত ২৪ ঘন্টায় রাশিয়ার বুকে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ২২,১৬০ জন। যা ভারতের বর্তমান করোনা পরিস্থিতির থেকে তুলনামূলক ভাল। আজকের ভারতের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫,৪৯৯ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪,০২,১৮৮ জন। সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৬৯ জন। এই পরিস্থিতিতে যেভাবে রাশিয়ায় এই নারকীয় বিস্ফোরনের ঘটনা ঘটেছে, তাত গোটা শহরজুড়ে আতঙ্ক দানা বাঁধছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RUSSIA News  

Read more about:
English summary
According to reports of AFP,Nine people died in Russia's covid 19 hospital