সব বিরোধিতা ভুলে মোদী সরকারের পাশে বিরোধীরা, নেপথ্যে রয়েছে যে বিশেষ কারণ

সব বিরোধিতা ভুলে কেন্দ্রের পাশে থাকার আশ্বাস। শুধু আশ্বাসই নয় কৃষি বিল নিয়ে যখন এত বিরোধিতা, সেই সময় ওবিসিদের (obc) নিয়ে সংবিধান সংশোধনী বিল ( constitutional amendment bill) পাশ করাতে সরকারের পাশে সব বিরোধীপক্ষ। এদিন সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদলগুলির নেতাদের সঙ্গে বৈঠকের পরে জানিয়েছেন, রাজ্যসভায় বিরোধীদলনেতা মল্লিকার্জুন খারগে।

অধিবেশনের আগে বিরোধী সাংসদদের বৈঠক

এদিন অধিবেশ শুরুর আদে বিরোধী সাংসদদের বৈঠক হয়। বর্ষাকালীন অধিবেশনের শেষ সপ্তাহের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন তাঁরা। প্রসঙ্গত এর আগেও বিরোধীরা বৈঠক করেছিলেন। তবে দিন কয়েক আগে রাহুল গান্ধী ১৪ টি দলকে নিয়ে বৈঠক করার পরেই বিরোধী ঐক্য জোরদার হয়।

বৈঠকে সংবিধান সংশোধনী বিল সমর্থনের সিদ্ধান্ত

এদিন বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পরে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে বলেন অনগ্রসর শ্রেণি চিহ্নিত করতে রাজ্যের হাতে ক্ষমতা ফেরাতে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কেন্দ্রকে সহযোগিতা করবে বিরোধীরা। এদিনই লোকসভায় এই বিল পেশ করার কথা রয়েছে।

জানা গিয়েছে, এদিন বিরোধী দলগুলির বৈঠকে দুটি দল টানা বিক্ষোভ চালিয়ে যাওয়ার পক্ষপাতি ছিল। তবে অন্যরা স্পর্শকাতর ইস্যু হওয়ায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে। এই বিলের গুরুত্বের কথা স্বীকার করে নিয়েছেন মল্লিকার্জুন খারগে। সিপিএম সদস্য সই করিম জানিয়েছেন, এই বিল পাশ করাতে দিলেও, অন্য সব ইস্যুতে তাঁদের বিক্ষোভ চলতেই থাকবে।

সূক্ষ্ম চাল কেন্দ্রের

এব্যাপারে সূক্ষ্ম চালটি চেলেছে অবশ্যই কেন্দ্র। অনগ্রসর শ্রেণি চিহ্নিত করার ক্ষমতা রাজ্যের হাতে তুলে দিতে সংবিধান সংশোধনী বিল এনে বিরোধী শিবিরকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় মোদী সরকার। কেননা ওবিসি স্বার্থের বিরুদ্ধে যাওয়া কোনও বিরোধীদলের পক্ষেই সম্ভব ছিল না। পাশাপাশি বিজেপির সরকারের নিজেদেরও দায় ছিল। কেননা উত্তরপ্রদেশের ভোটের আগে অনগ্রসর শ্রেণিকে বার্তা দেওয়ার কথাই ভেবেছে বিজেপি। উল্লেখ্য উত্তর প্রদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি ওবিসি।

মারাঠা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বিভ্রান্তি

প্রসঙ্গত মারাঠা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বিভ্রান্তি তৈরি হয়। এবছরের মে-মাসেই সুপ্রিম কোর্ট যা নিয়ে রায় দিয়েছিল। সংবিধানের ১২৭ তম সংশোধনী বিলের মাধ্যমে সেই বিভ্রান্তি দূর করে ওবিসি তালিকা তৈরির ক্ষমতা ফের রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এছাড়াও কার্যত ওবিসি ভোট ব্যাঙ্ক মজবুত করতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

ত্রিপুরায় গণতন্ত্র হত্যার অভিযোগ, সংসদ ভবনের বাইরে ধরনা তৃণমূলের! হাজির বিজেপি ফেরত সুনীলওত্রিপুরায় গণতন্ত্র হত্যার অভিযোগ, সংসদ ভবনের বাইরে ধরনা তৃণমূলের! হাজির বিজেপি ফেরত সুনীলও

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BJP News  

Read more about:
English summary
On helping OBC's Opposition will help govt to clear constitutional amendment bill to restore power of the states