Daily News Update: আজ ঝাড়গ্রামে সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী

আজ জেলা সফরে মুখ্‌য়মন্ত্রী। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জঙ্গলমহল সফরে যাচ্ছেন তিনি। সোমবার ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। সোমবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে ঝাড়গ্রামে রওনা হবেন মমতা। ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে তাঁর জন্য। সেখানেই অবতরণ করবেন তিনি।

দিল্লিতে ধর্না তৃণমূলের

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল হয়েেছ তৃণমূল কংগ্রেস। সেই বিক্ষোভের আঁচ দিল্লিতে এসে পৌঁছতে চলেছে। আজ সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা। অন্য বিরোধী দলগুলিতেও প্রতিবাদে সামিল হতে আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ।

কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে

শুধুমাত্র কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। জোগান কম থাকায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোভিশিল্ড দেওয়া। কোভ্যাক্সিন সেন্টারগুলি চালু থাকবে। কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রে গত ৬ ও ৭ অগাস্ট কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল। ভ্যাকসিন সংকটের কারনেই টিকাকরণ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভ্যাকসিন চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত অভিনেতা অনুপম শ্যাম

ফের বলিউডে মৃত্যু সংবাদ। প্রয়াত অভিনেতা অনুপম শ্যাম। বলিউডের একাধিক সিনেমা ও জনপ্রিয় সিরিয়াল 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা ২'-এর ঠাকুর সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৬৩ বছর বয়সেই মারা যান িতনি। মাল্টি অর্গ্যান ফেলিওয়েরই মৃত্যু হয়েছে অভিনেতার। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েিছল তাঁকে।

খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEST BENGAL News  

Read more about:
English summary
Daily News Update in Bengali on 8 August 2021: India, West Bengal and Kolkata's news and Olympics update.