কেন্দ্র কী জানিয়েছে?
পেগাসাস স্পাইওয়্য়ার ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা একাধিক অভিযোগ এনেছে। এদিকে, কেন্দ্রের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে পেগাসাস যারা তৈরি করে, সেই সংস্থা এনএসওর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কোনও লেনদেন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট একথা জানিয়েছেন। রাজনাথ সিংয়ের মন্ত্রকের এই মন্ত্রী এদিন রাজ্যসভায় একথা জানান। সংসদে ডক্টর ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে তুমুল তোলপাড়
উল্লেখ্য, বিদেশী মিডিয়া হাউসের মধ্যে কয়েকটি হাউসের সংগঠিত কনসর্টিয়ামের অভযোগ ভারতের তরফে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে এদেশের বহু সাংবাদিক থেকে রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতা হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনেকেই। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে আইনজীবী হিসাবে কংগ্রেস নেতা কপিল সিবাল দাবি করেন, ,' পেগাসাস যে অনুপ্রবেশ করে তা সকলের জানা, প্রশ্ন হল পেগাসাস কি ভারতে অনুপ্রবেশ করেছে?
এনএসও ও পেগাসাস
মূলত, ইজরায়েলের সংস্থা পেগাসাস। মূলত, পেগাসাস সাধারণ নাগরিক থেকে সাংবাদিক ও মন্ত্রী, সাংসদ ও বহু সমাজকর্মীর ওপর প্রয়োগ হয়েছে বিশ্ব জুড়ে বলে অভিযোগ। এই অভিযোগ ১৭ টি মিডিয়া হাউসের কনসর্টিয়াম তুলে ধরেছে। এই অভিযোগের তালিকায় কাঠগড়ায় রাখা হয়েছে ভারতকেও। মূলত, এই স্পাইওয়্যার যেহেতু কেবলমাত্র সরকারকেই বিক্রি করা যায়, তাই এই স্পাইওয়্যার নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তোলা হয়েছে। সেই জায়গা থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র।
সুপ্রিম কোর্টের প্রশ্ন
কেন এখনও পেগাসাস ইস্যুতে কেউ আইটি অ্যাক্ট বা টেলিগ্রাফ অ্যাক্টের আওতায় মামলা দায়ের করছেন না? এই প্রশ্ন তুলে এর আগেই পেগাসাস ইস্যুতে কার্যত সরকার বিরোধীদের দিকে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এনভি রামানা প্রশ্ন তোলেন যে, কেন এখনও ফৌজদারী মামলা দায়ের হয়নি এখনও পর্যন্ত? প্রসঙ্গত, পেগাসাস ইস্যুতে সিনিয়র জার্নালিস্ট অ্যান্ড এডিটর্স গিল্ডে অফ ইন্ডিয়ার একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।