১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি, পৃথিবী কি ধীরে ধীরে লালগ্রহে পরিণত হবে? উদ্বেগ বাড়াচ্ছে ক্লাইমেট রিপোর্ট

রাষ্ট্রপুঞ্জের ক্লাইমেট েচঞ্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে প্রায় ধ্বংসের মুখে চলে এসেছে মানব সভ্যাতা। পৃথিবীর আয়ু যে ক্রমশ শেষ হয়ে আসছে তার তথ্য প্রকাশ্যে এসেছে। গরম হয়ে উঠেছে পৃথিবী। গত কয়েকদিন তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি। আর এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী মানুষই। ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী।

জয়বায়ু পরিবর্তন

জয়বায়ু পরিবর্তন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বিদেশে। রাষ্ট্রপুঞ্জ জলবায়ু পরিবর্তনের যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে তাতে উদ্বেগ বেড়েছে । গত ২ দশকে পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। যা চরমতম সীমাকে ছাড়িয়ে যাওয়া বলে। এর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করলে ভয়ঙ্কর সব বিপদ নেমে আসকে শুরু করবে। ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। একাধিক জায়গায় বাড়ছে প্রাকৃতিক বিপর্যয। বিধ্বংসী ঘূর্ণিঝড় তছনচ করে দিয়ে যাচ্ছে শহরের পর শহর। কখনও আবার মেঘ ভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছুষ কখনও আবার দাবানল গ্রাস করছে মাইলের পর মাইল বনাঞ্চল। ভূমিকম্প এখনও তেমন ভাবে শুরু না হলেও তাপমাত্রা বাড়তে শুরু করলে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।

সমুদ্রের তাপমাত্রা বাড়ছে

ক্লাইমেট চেঞ্চ রিপোর্ট বলছে সমুদ্রের তাপমাত্রাও তো বাড়ছে। এবং সেটা ভয়ঙ্কর আকারে বাড়তে শুরু করেছে। যেমনটা হচ্ছে ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে তাপমাত্রা বাড়ছে। হিট ওয়েভের ভয়ঙ্কর আঁচের প্রভাব পড়ছে উপকূলবর্তী এলাকায়। সেকারণে বারবার সাইক্লোন, ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে।
দফায় দফায় ঘূর্ণি়ঝড় আছড়ে পড়েছে কলকাতা, মুম্বই, ওড়িশায়। আয়লা থেকে ফনী, আম্ফান, ইয়াস একের পর ঘর্ণিঝড় দাপিয়ে বেরিয়েছে উপকূলবর্তি এলাকাগুলিতে। সেই ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই ছিল যে উপকূলবর্ী এলাকাগুলি একেবারে তছনচ করে দিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড় গুলি। আগে কখনও এই ধরনের ঝড়ের তীব্রতা কেউভাবতেও পাড়ে নি। ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়গুলি। ভয়ঙ্কর তার ক্ষিপ্রতা। গাছ বাড়ি মানুষ উড়িয়ে নিয়ে ফেলছে।তারসঙ্গে আবার দেখা দিচ্ছে টর্নেডো। যা আগে কখনও এশিয়ার কোথাও দেখা যায়নি সেই টর্নেডো দেখা দিচ্ছে ভারতে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির জন্য এই টর্নেডোর মতো ঝড় দেখা দিচ্ছে ভারতে এমনই অনুমান আবহাওয়া বিদদের।

আন্টার্কটিকার বরফ গলছে

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে আন্টার্ক টিকার বরফ গলতে শুরু করেছে। যার জেরে জলস্তর বাড়ছে। ২০২১ সালে অন্টার্কটিকার তাপমাত্রা রেকর্ড বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। যার জেরে হিমবাহ গলতে শুরু করেছে। যার কারণে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। উপকূলবর্তী শহর যেমন কলকাতা, মুম্বই ওড়িশার সংকট বাড়ছে। আন্টার্কটিকার বরফ গলতে গলতে শুরু করলে জলস্তর আরও বাড়বে। সেক্ষেত্রে কলকাতা এবং মুম্বইয়ের জলস্তর বাড়তে শুরু করতে পারে। এরই মধ্যে মুম্বই এবং দিল্লিতে অল্প বৃষ্টিতেই জল বা়়তে শুরু করেছে। জল নামতে দীর্ঘ সময় লাগছে। যার ফলে জলস্তর বাড়তে শুরু করেছে। তাই নিয়ে উদ্বেগে রয়েছেন আবহাওয়াবিদরা।

৬ বছরে বিপর্যয় বেড়েছে

গত ৬ বছরে বড় বিপর্যয় বেড়েছে পৃথিবীতে। তাপমাত্রার চরম রূপ প্রত্যক্ষ করেছে মানুষ। তাপপ্রবাহ বাড়ছে একাধিক দেশে। কানাডার মতো দেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাপমাত্রা বাড়তে শুরু করায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল কানাডায়। তুরস্কে কয়েরদিন আগেও বিধ্বংসী দাবানল দেখা দিয়েছিল। এই চরম আবহাওয়া দেখা দিচ্ছে এলাধিক দেশে। জার্মানির মতো ভয়ঙ্ক বন্যা আগে কখনও দেখেনি ইউরোপ। ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে সেই বন্যায়। একই ভাবে ভারতের একাধিক জায়গায় হড়পা বান, মেঘভাঙা বৃষ্টির প্রকোপ দেখা গিয়েছে গত কয়েক বছরে। এর আগে হড়পা বান এবং মেঘা ভাঙা বৃষ্টির নাম পর্যন্ত কেউ দেখেনি। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় টর্নেডো দেখা গিয়েছে। যা দেখে অবাক হয়েছেন আবহাওয়া বিদরাষ সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। ক্রমশ উষ্ণ হয়ে উঠছে পৃথিবী।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CLIMATE News  

Read more about:
English summary
Earth became more warm, what says in UN Climate Change report