Post Office Saving Schemes: পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলেই মিলবে দ্বিগুণ! ইনকাম ট্যাক্সেও বড়সড় ছাড়ের সুযোগ

সমস্ত মানুষই চান ভবিষ্যৎ নিশ্চিত করতে। বিশেষ করে অবসরের পর ভালো ভাবে বেঁচে থাকতে টাকা জমানোটা প্রয়োজন। একটা বিশাল সংখ্যায় মানুষ পেনশনের আওতার বাইরে। ফলে ৬০ বছর অর্থাৎ অবসরের পর কীভাবে চলবেন সেই আশঙ্কাতেই বিভিন্ন স্কিমে টাকা রাখেন মানুষজন।

যেখানে বেশি সুদ পাওয়া যায় কিংবা বেশি সুবিধা পাওয়া যায় সেখানে সারা জীবনের সঞ্চিত টাকা রাখেন মানুষজন। তবে সরকারি ক্ষেত্রে টাকা রাখার সুবিধা পোস্ট অফিসে। পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে। যেখানে টাকা রাখলে মোটা অঙ্কের সুবিধা পাওয়া যায়।

সেপ্টেম্বর কোয়াটারে সরকার ছোট সেভিংস স্কিমের উপরে দেওয়া সুদের হারে কোনও পরিবর্তন করেনি। ফলে লাভই লাভ। পাশাপাশি পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রে অনেক নিরাপদ। সহজে উঠে যাওয়ার কোনও ভয় নেই।

এই প্রতিবেদনে পোস্ট অফিসের একাধিক স্কিমের কথা তুলে ধরা হল। পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে টাকা রাখলে এক টা সময়ের পর তা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

১_পোস্ট অফিস টাইম ডিপোজিট

পোস্ট অফিস টাইম ডিপোজিট Post Office Time Deposit Account (POTD) দারুণ একটি স্কিম। পোস্ট অফিসের এই স্কিমে এক বছর থেকে শুরু যদি তিন বছর পর্যন্ত টাকা ডিপোজিট করেন তাহলে 5.5 শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। যদি আপনি এই স্কিমে ১৩ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করেন তাহলে তা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাঁচ বছরের জন্যে দেওয়া টাইম ডিপোজিটের জন্যে 6.7 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই সুদের হারে যদি টাকা দ্বিগুণ করতে হয় তাহলে ১০মাসের কিছুদিন পর্যন্ত টাকা পোস্ট অফিসে জমা রাখতে হবে।

২_পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট

পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ Post Office savings bank account-এর মাধ্যমেও পোস্ট অফিসে টাকা রাখা যায়। সেভিংস অ্যাকাউন্টেও টাকা রাখলে টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভবনা। তবে এক্ষেত্রে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহককে। এই স্কিমে টাকা রাখলে বছরে 4.0 হারে সুদ পেয়ে যাবেন। অর্থাৎ এই স্কিমে টাকা রাখলে আপনার টাকা ১৪ বছরে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩_পোস্ট অফিস রেকারিং ডিপোজিট

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অর্থাৎ Post Office recurring deposit দারুণ একটি ডিপোজিট স্কিম।। এই স্কিমের মাধ্যমে টাকা রাখলে মোটা অঙ্কের সুদ পাওয়া যায়। জানা যাচ্ছে রেকারিং কিংবা আরডিতে এখন 5.8 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হারে যদি ১২ মাসের কিছুদিন টাকা রাখা যায় তাহলে দ্বিগুণ হবে টাকার পরিমাণ ।

৪_পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

পোস্ট অফিস মান্থলী ইনকাম স্কিমেও ব্যাপক লাভ পাওয়া যায়। পোস্ট অফিসে যদি MIS করেন তাহলে এই মুহূর্তে 6.6 শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এই সেদের হারে যদি ১০ বছর কিছু মাসের মধ্যে দ্বিগুণ হবে সেই টাকা।

৫_Post Office সিনিয়র সিটিজন সেভিংস স্কিম

Post Office Senior Citizen Saving Scheme অর্থাৎ পোস্ট অফিসে বয়স্কদের জন্যে দারুণ একটা স্কিম রয়েছে। এই স্কিমে পোস্ট অফিসে এখন 7.4 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই স্কিমে অনেকেই প্রচুর টাকার রাখলে দারুণ সুবিধা পাওয়া যাবে।

৬_Post Office PPF

পোস্ট অফিসের ১৫ সালের জন্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফে টাকা রাখলে বর্তমানে 7.1 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই রেটে টাকা দ্বিগুণ করতে চাইলে 10.14 সাল সময় লেগে যাবে বলে মনে করছেন অর্থনিতবিদদের।

৭_Post Office সুকন্যা সমৃদ্ধি যোজনা

মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে দারুণ একটা স্কিম Post Office সুকন্যা সমৃদ্ধি যোজনা । এই স্কিমে এই সময়ে সবথেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে। 7.6 হারে সুদ দেওয়া হচ্ছে এই স্কিমে। এই স্কিমে টাকা রেখে দ্বিগুণ পাওয়া যাবে। তবে কতদিনের জন্যে এই টাকা রাখবেন সে বিষয়ে একবার পোস্ট অফিসে যোগাযোগ করে নিলে সুবিধা পাওয়া যাবে।

৮_ Post Office ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট

Post Office national savings certificate অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমে টাকা রেখে অনেকে উপকৃত হয়েছেন। অনেক লাভজনক। 6.8 শতাংশ হারে এই স্কিমে সুদ পাওয়া যায়। এটি একটি পাঁচ বছরের জন্যে যোজনা। এই যোজনাতে টাকা রাখলে ইনকাম ট্যাক্সে বড়সড় ছাড় পাওয়া যাবে। এই যোজনাতে টাকা রাখলেও টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More POST OFFICE News  

Read more about:
English summary
Post Office Saving Schemes: Money can be double in these schemes