বঙ্গোপসাগর থেকে ঝড়ের গতিতে ঢুকছে জলীয় বাষ্প! বাংলার জেলার পর জেলা বানভাসী হওয়ার সতর্কবার্তা হাওয়া অফিসের

রাজ্যে ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের (weather office) । এদিন জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা সাধারণ অবস্থান থেকে উত্তর দিকে সরে গিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা জলমগ্ন হয়চে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

১০ অগাস্ট, মঙ্গলবার

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে এই দুই জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এও সতর্ক করে বলা হয়েছে, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুতেরওর সম্ভাবনা রয়েছে।

১১ অগাস্ট, বুধবার

হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১২ অগাস্ট, বৃহস্পতিবার

বুধবারেও হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

১৩ থেকে ১৫ অগাস্ট, শুক্রবার থেকে রবিবার

এই তিন দিনেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে কমলা সতর্কবার্তা জারি রাখার কথা বলা হয়েছে। এই তিনদিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিভিন্ন এলাকা বানভাসী হওয়ার সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফ থেকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, এই বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। পুর এলাকায় যেসব জায়গা নিচু, সেইসব জায়গায় জল জমতে পারে। কাঁচা রাস্তা খারাপ হতে পারে। জমিতে যেসব কাঁচা ফসল রয়েছে তার ক্ষতি হতে পারে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
Due to formation of Low pressure area over North Bay of Bengal heavy to very heavy rainfall may occur over the Districts of South Bengal during 27 july to 30 July.