ক্রিকেট প্রশিক্ষক দ্রাবিড় ক্লাস নিচ্ছেন ভারতীয় ভাষারও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দেশের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার, অধিনায়ক তথা বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের গুন যে কেবল বাইশ গজেই আটকে নেই, তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলকে কোচিং করিয়ে দেশে ফেরা দ্রাবিড় ফের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ প্রধান পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কাজে জুটে গিয়েছেন। পার্ট টাইমে ভারতীয় ভাষার ক্লাসও নিচ্ছন 'দ্য ওয়াল'। চমকে গেলেন তো! এ ব্যাপারে বিস্তারিত জানতে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখতেই হবে।

ভাষা শিক্ষক দ্রাবিড়

শ্রীলঙ্কা সফর সেরে দেশে ফিরে বেঙ্গালুরুর ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। যেখানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে নিজের মাতৃভাষা কন্নড়ের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। ব্রিটিশ হাই কমিশনারকে ওই ভাষা নিয়ে রীতিমতো ক্লাস নিয়েছেন দ্রাবিড়। বাধ্য ছাত্রের মতো তা শুনেছেন এলিস। যা দেখে হাসি এবং আবেগ চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

ভিডিও পোস্ট করেছেন এলিস

কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজের কথোরকথনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অ্যালেক্স এলিস। যেখানে বেঙ্গালুরুর ব্রিটিশ হাই কমিশনার জানিয়েছেন যে 'Drawvid' (দ্রাবিড়) তাঁকে কন্নড় ভাষার এক শব্দ বোঝানোর চেষ্টা করছেন। ইংরাজি ভাষায় কন্নড় 'Bega Odi' শব্দের অর্থ যে হয় 'One run' বা একলপ্তে, তা ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। দ্রাবিড়কে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বলেও আখ্যা দিয়েছেন এলিস।

ভারত বনাম শ্রীলঙ্কা

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের ছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মটিতে তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলে টিম ইন্ডিয়ার যুব দল। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণরত এই দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ফলাফলে ওয়ান ডে সিরিজ জেতে। যদিও টি২০ সিরিজ হরে যায় টিম ইন্ডিয়া। ইতিহাসে নাম লেখায় লঙ্কান শিবির। শিখর ধাওয়ানদের হারে কিছুটা হলেও হতাশ হন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। যদিও দেশের তরুণ ক্রিকেটারদের লড়াইকে কুর্নিশও জানিয়েছে দেশ।

দ্রাবিড়ের হারের ব্যাখ্যা

দেশের অন্যতম সফল ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত। কিংবদন্তির সুদক্ষ প্রশিক্ষণেই ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে সেই দ্রাবিড়ের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। ফলে রবি শাস্ত্রীর অবর্তমানে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার প্রশিক্ষকের ব্যাটন। দ্রাবিড়ের থেকে সেরাটা আশা করেছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে প্রত্যাশা পূরণও করেছিল ভারত। তবে টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার হার সেই চলনের ছন্দ কেটেছে। তাতে হতাশ নন দ্রাবিড় নিজে। তরুণ ক্রিকেটাররা দেশের জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন 'দ্য ওয়াল'। অভিজ্ঞতা ভর করলে এই খেলোয়াড়রাই দেশের মুখ উজ্জ্বল করবেন বলেও মনে করেন রাহুল দ্রাবিড়।

ছবি সৌ:টুইটার

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RAHUL DRAVID News  

Read more about:
English summary
Indian cricket legend Rahul Dravid teach Kannada to British High Commissioner
Story first published: Monday, August 9, 2021, 14:00 [IST]