সমুদ্র পথে নিরাপত্তা ও ভারত
এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের আগে সমুদ্র পথে নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রসংঘে ভারতের দূত টি এস তিরুমূর্তি। তিনি সমুদ্র পথে মাদক পাচার সম্পর্কীয় নানার অপরাধের ঘটনা প্রসঙ্গ তুলে ধরেন। এছাড়াও সমুদ্রপথে অবৈধ কাজ ও আন্তর্জাতিক বাণিজ্য , এনার্জি সিকিউরিটি নিয়ে বক্তব্য় রাখেন টিএস তিরুমূর্তি। বিশ্ব অর্থনীতির নিরিখে এই সমুদ্রপথের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।
নরেন্দ্র মোদীর বার্তা
'বিশ্ব সমুদ্র দিবসে যেভাবে রাষ্ট্রসংঘ সমুদ্রে যাতায়াত করা মানুষের কথা তুলে ধরেছে, আমি মনে করছি, এই প্রসঙ্গ নিয়ে কাউন্সিল আগামী দিনেও চর্চা করবে। ' এই বক্তব্য দিয়ে নরেন্দ্র মোদী নিজের বক্তব্য শুরু করে বিশ্ব সাপ্লাই চেইনে সমুদ্রপথ যাত্রীদের গুরুত্ব নিয়ে নানান প্রসঙ্গ তোলেন। উল্লেখ্য, একদিকে যখন লাদাখ সংঘাত অন্যদিকে, তেমনই দক্ষিণ চিন সাগরে প্রবল আস্ফালন বাড়াতে শুরু করে দিয়েছে চিন। সেই জায়গা থেকে বিশ্বের একাধিক শক্তিধর দেশ তার বিরেধিতায় নেমেছে। এদিকে লাদাখ সংঘাতের আবহে বিশ্ব মঞ্চে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির ফোকাসে ছিল।
সমুদ্রের সম্পদ
মোদী বলেন, সমুদ্রের গভীরে থাকা সম্পদ রক্ষায় সমুদ্রের পরিবেশের গুরুত্বের কথা এদিন তুলে ধরেন মোদী। তিনি জানান বেশি পরিমাণ মৎস চাষ যেমন রুখতে হবে, তেমনই এক্ষেত্রে সমুদ্রের জলে তেলের বিন্দু যাতে না ছড়ায় সেদিক থেকেও সতর্ক থাকতে হবে। এরই সঙ্গে সমুদ্র নিরাপত্তা নিয়ে মোদী ৫ দফা সিদ্ধান্তের কথা বলেন। সমুদ্রের পরিবেশ যাতে সঠিত থাকে ও সমুদ্রের পরিবেশগত ভারসাম্যও যেন ভালো থাকে তার দিকে তাকিয়ে একাধিক সিদ্ধান্তের প্রসঙ্গ এদিন তোলেন মোদী।
চিন-পাকিস্তানকে টার্গেটে নিয়ে তোপ
এদিকে, চিন ও পাকিস্তানকে টার্গেটে রেখে নরেন্দ্র মোদী তোপ দাগেন। নাম না করেই এদিন কার্যত দুই দেশের গতিবিধি নিয়ে বহু বক্তব্য রাখেন মোদী। তিনি বলেন, মহাসাগরগুলি নিজের ঐতিহ্য , বৈশিষ্টকে ঠিক রাখতে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, সমুদ্রপথকে বর্তমানে সন্ত্রাস কার্যকলাপের কাজে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে পাইরেসির দিকের বিভিন্ন গতিবিধিতে সমুদ্রপথ ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ চিন সাগরে চিনের একাধিপত্যের প্রবল প্রতাপ দেখতেই যখন গোটা বিশ্ব ত্রস্ত , তখন নরেন্দর মোদী এদিনের বৈঠকে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ কেন্দ্র সমুদ্রপথ। আর তা যদি কোনওভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে আন্তর্জাতিক সমৃদ্ধিতে রীতিমতো প্রভাব পড়বে।