উত্তর প্রদেশে নতুন মোড়কে মোদীর উজ্জ্বলা প্রকল্প, নির্বাচনের আগে বিজেপির কাছে সোনার চেয়েও দামী

২০১৬-তে উত্তর প্রদেশের বালিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) পিএম উজ্জ্বলা যোজনা (pm ujjwala yojana) শুরু করেছিলেন। যা ২০১৭-তে উত্তর প্রদেশে বিজেপির জয়ে অন্যতম কারণ হিসেবে উঠে আসে। শুধু এখানেই শেষ নয়, ২০১৯-এর সাধারণ নির্বাচনেও বিজেপি উত্তর প্রদেশে ভাল ফল করে।

সমীক্ষায় দেখা গিয়েছে ২০১৬ সালে শুধু হওয়া পিএম উজ্জ্বলা যোজনায় ২০১৯-এর মধ্যে উত্তর প্রদেশের প্রায় ১.৪৭ কোটি পরিবার, যা কিনা উত্তর প্রদেশের জনসংখ্যার অর্ধেক এই প্রকল্পের সুবিধা পায়। নির্বাচনেও ভাল ফল করে বিজেপি। এবার কার্যত সেই ফলকে সামনে রেখেই ১০ অগাস্ট উত্তর প্রদেশের ২০২২-র নির্বাচনের ঠিক ছয়মাস আগে এর দ্বিতীয় সংস্করণ চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যে সিলিন্ডারের সুবিধা বিজেপিকে উত্তর প্রদেশে ডিভিডেন্ট দিয়েছিল, করোনা কালে গত বছরে কেন্দ্র ঘোষণা করেছিলব যার উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সংযোগ পেয়েছেন, তাঁদেরকে তিনটি সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে। দেখা গিয়েছে, উত্তর প্রদেশের ১.৪৭ কোটি পরিবার সব মিলিয়ে গত একবছরে ২.৭১ কোটি বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা পেয়েছেন। আর সারা দেশে ১৪ কোটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হয়েছে। উজ্জ্বলায় সুবিধা ভোগীদের রিফিলেও ভর্তুকি দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন বালিয়ায়। সেদিনই তিনি দেশব্যাপী ৮ কোটি মানুষের জন্য এই প্রকল্পের সূচনা করেছিলেন। সেই সময়টা ছিল ২০১৭ সালের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগের। সেই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে। এরপর ২০১৯-এর লোকসভা ভোটেও বিজেপিকে সাধারণ মানুষ ভোট দিয়েছিল এই প্রকল্পের জন্যই মনে করেই অনেক রাজনৈতিক বিশ্লেষক। কেননা সারা দেশের মধ্যে উত্তর প্রদেশেই এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা সব থেকে বেশি।

২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী সেই উত্তর প্রদেশকেই বেছে নিয়েছেন ফের একবার। সেই রাজ্য থেকেই উজ্জ্বলার দ্বিতীয় সংস্করণের যাত্রা শুরু করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে সারা দেশে আরও প্রায় এককোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি আগের বারেই মতোই এবারও উত্তর প্রদেশের মানুষই বেশি সংখ্যা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।

জানা গিয়েছে ১০ অগাস্টের অনুষ্ঠানে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও, নতুন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি হাজির থাকতে চলেছেন। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং কথা বলবেন ভার্চুয়াল মাধ্যমে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BJP News  

Read more about:
English summary
PM Modi to launch Ujjwala 2 in UP as it gave divident to BJP in assembly 2017 and Loksabha 2019 election