বিজেপির কাউন্সিলরকে বেঁধে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখার নিদান, বিতর্কে দিলীপ ঘোষ

রাস্তায় জল জমে আছে। তাই এলাকার সাংসদ দিলীপ ঘোষকে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়েছিলেন জল জমার সমস্যার কথা জানাতে। অসুস্থ বিজেপিকর্মীকে দেখতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান বিজেপির রাজ্য সভাপতি। তিনি দলীয় কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখার নিদান দেন।

দিলীপ ঘোষ নিজে খড়গপুর এলাকার বিধায়ক ছিলেন তিন বছর। এখন তিনি এলাকা সাংসদ। আবার এলাকার কাউন্সিলরও বিজেপির। স্বাভাবিকভাবেই এলাকার পরিষেবা প্রদানের দায় বর্তায় বিজেপিরই। সেই কারণেই এলাকায় দিলীপ ঘোষকে দেখে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন, কেন জল জমে থাকছে দিনের পর দিন। সুষ্ঠু পরিষেবা কেন মিলবে না।

এলাকার বাসিন্দাদের মুখে অভিযোগের কথা শুনে মেজাজ হারিয়ে দিলীপর ঘোষ বলেন, ঘরে বসে থাকলে হবে না। কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে ঝুলিয়ে রাখুন। তাতেও যদি না হয় বাড়ির সামনে মলত্যাগ করে আসুন। শিষ্টাচারের কোনও তোয়াক্কা না করেই বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ এমন উদ্ভট নিদান দিলেন।

শনিবার ঘাটাল সফরের পর এদিন খড়গপুর গ্রামীণ এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে যাওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। তার আগে তিনি খড়গপুর সদরে দু-ই নম্বর ওয়ার্ডে এক বিজেপিকর্মীকে দেখতে যান। সেখানে গিয়েই স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তাঁর গাড়ি থামিয়ে এলাকার মানুষের অসুবিধার কথা জানান স্থানীয় বাসিন্দারা।

খড়গপুর সদর পুরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর সুখরাজ কর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ নেননি। এলাকার কোনও উন্নয়নও করেননি। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ গাড়ির আসনে বসেই বলেন, কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখুন। দরকরা পড়লে বাড়ির সামনে মলত্যাগ করুন। ঘরে বসে না থেকে সেখানে গিয়ে বিক্ষোভ দেখান। বাড়িতে কাদা ছুঁড়ুন। যাতে তিনি বাড়ি থেকে বের হতে না পারেন।

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদকে কাছে পেয়ে জলযন্ত্রণার কথা জানাতে যান বাসিন্দারা। তাঁদের বক্তব্য ছিল, এলাকাবাসীর কাছে জলযন্ত্রণা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বারবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাঁদেরেই আবেদন শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। দিলীপ ঘোষ বলেন, এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন। এমপি ল্যাডের টাকা দিয়েছি, পুরসভা কোনও কাজ করেনি। সব কাজ কি দিলীপ ঘোষ করে দিয়ে যাবে। এভাবে চলতে পারে না প্রতিবাদে গর্জে উঠুন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh gives ultimatum that BJP councilor tied up and hung on lamppost. He gives advices to inhabitant of Kharagpur