|
হরিয়ানার পুরস্কার
আজ নীরজ চোপড়ার ইভেন্টের দিকে চোখ রেখেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েই তিনি প্রথমে ফোনে কথা বলেন নীরজের পিতা সতীশ চোপড়ার সঙ্গে। এরপরই তিনি ঘোষণা করেন হরিয়ানা সরকারকে নীরজকে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে ১৩ অগাস্ট অলিম্পিকে হরিয়ানার যাঁরা পদক জিতেছেন তাঁদের সকলকে সংবর্ধিত করা হবে।সেনাবাহিনীতে কর্মরত নীরজ চোপড়াকে হরিয়ানা সরকারের তরফে চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন মনোহরলাল খট্টর। তিনি জানিয়েছেন, পাঞ্চকুলায় অ্যাথলেটিক্সের জন্য যে সেন্টার অব এক্সেলেন্স গড়া হচ্ছে তার প্রধান করা হবে নীরজকে। অলিম্পিকে সোনাজয়ী নীরজকে প্রথম সারির চাকরি দেওয়ার পাশাপাশি কনসেশনাল রেটে জমি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে হরিয়ানা সরকার। হরিয়ানার ক্রীড়া ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য খট্টরের।এ ছাড়া অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের পর এবার নীরজকে এক্সইউভি গাড়ি দেওয়ার ঘোষণা করেছেন আনন্দ মাহিন্দ্রা।
|
বোর্ডের পুরস্কার ঘোষণা
নীরজ চোপড়া-সহ টোকিও অলিম্পিকে ভারতের সাত পদকজয়ীর জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ টুইট করে জানিয়েছেন, সোনাজয়ী নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দেওয়া হবে বিসিসিআইয়ের পক্ষ থেকে। রুপোজয়ী মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়াকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা করে। ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু, লাভলিনা বরগোঁহাই ও বজরং পুনিয়াকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা করে। ভারতীয় পুরুষ হকি দলকে ১.২৫ কোটি টাকা দেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। সোনার ছেলে নীরজকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস।
|
বজরংয়ের জন্য
এর আগেই খট্টর কুস্তিতে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়ার জন্যও পুরস্কার ঘোষণা করেন। তিনি জানান, বজরংকে আড়াই কোটি টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি সরকারি চাকরি দেওয়া হবে। এমনকী অনেকটাই দর কমিয়ে তাঁকে এইচএসভিপি-র জমি দেওয়া হয়। বজরংয়ের গ্রাম খুডনে আধুনিক সুবিধাযুক্ত ইনডোর স্টেডিয়াম তৈরির ঘোষণাও করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।
|
অবদান ওডিশা সরকারেরও
নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভারতীয় হকি দলের স্পনসর হওয়া থেকে প্রস্তুতির জন্য সবরকম পরিকাঠামো দিয়ে সহায়তা করেছিল ওডিশা সরকার। এমনকী টোকিও যাওয়ার আগে এই ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামেই প্রস্তুতি নিয়েছিলেন নীরজ। প্রশংসা করেছিলেন ভুবনেশ্বরের এই স্টেডিয়ামের পরিকাঠামোর। তার নীরজের সাফল্যে গর্বিত ওডিশাও। নীরজকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।