টোকিও অলিম্পিকের শেষে কেনি দম্পতির সোনার সংখ্যা জানলে চমকে যাবেন

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লেন গ্রেট ব্রিটেনের তারকা সাইক্লিস্ট জেসন কেনি। তাঁর স্ত্রী লরা কেনিও আগেই টোকিওয় পেয়েছেন সোনালি সাফল্য। জেসনকে অপেক্ষা করতে হল আজ অলিম্পিকের শেষ দিন অবধি। সোনা জয় নিশ্চিত হতেই ব্রিটেনের প্রথম অলিম্পিয়ান হিসেবে তাঁর দখলে এল সপ্তম সোনা। জেসন কেনি হয়ে গেলেন দেশের শ্রেষ্ঠ অলিম্পিয়ান। তাঁর স্ত্রী লরা দেশের সেরা মহিলা অলিম্পিয়ান।

জেসনের সোনালি সফর

জেসন কেনির জন্ম ইংল্যান্ডের গ্রেটার ম্যাঞ্চেস্টারের ফার্নওয়ার্থে। টোকিও অলিম্পিক ৩৩ বছরের জেসনের কেরিয়ারের চতুর্থ অলিম্পিক। ব্রিটেনের এই ট্র্যাক সাইক্লিস্ট ২০০৮ সালে বেজিং অলিম্পিকে প্রথম সোনা জিতেছিলেন টিম স্প্রিন্ট ইভেন্টে। স্প্রিন্টে পেয়েছিলেন রুপো। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্টের পাশাপাশি স্প্রিন্টেও সোনা জেতেন। ২০১৬ সালে এই দুটি ইভেন্টের সঙ্গে কেইরিনেও সোনা জিতে রিও অলিম্পিকে সোনার হ্যাটট্রিক সেরে ফেলেন। এবারের টোকিও অলিম্পিকে টিম স্প্রিন্টে রুপো জেতার পর আজ কেইরিনে সোনা জিতে ইতিহাস গড়লেন। তিনি ব্রিটেনের প্রথম ক্রীড়াবিদ যাঁর ঝুলিতে রইল সাতটি অলিম্পিক সোনা। জেসন অবশ্য সেরা সোনা কোনটি তা বেছে নিতে পারছেন না। বলছেন, চার-পাঁচ বছর অন্তর সোনা জেতা মোটেই সহজ নয়। প্রতিটিই স্পেশ্যাল, প্রতিটিই আলাদা। কঠোর পরিশ্রম করেই সবগুলি পাওয়া। এদিন যে তিনি সোনা জয়ের প্রত্যাশা করেননি সেটাও জানাতে ভোলেননি। তবে ইতিহাস গড়ে অবশ্যই তৃপ্ত গ্রেট ব্রিটেনের শ্রেষ্ঠ অলিম্পিয়ান।

জেসনের স্ত্রী লরা

জেসনের স্ত্রী লরাও কোনও অংশে কম নন। তাঁর বয়স এখন ২৯। জন্ম এসেক্সের হারলোতে। এক মাসের প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় ছোটবেলায় তাঁর ফুসফুসে কিছু সমস্যা ছিল। যার জেরে হাঁপানিতে ভুগতেন। শ্বাস-প্রশ্বাসের অবস্থা স্বাভাবিক করতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন খেলাধুলো চালিয়ে যাওয়ার জন্য। সেই পরামর্শমতো লরা ট্রাম্পোলিন শুরু করেন। কিন্তু ফের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তা ছেড়ে দিতে বাধ্য হতেন। এরপরই দিদির সঙ্গে শুরু রোড রেস সাইক্লিং। সেই শুরু। তারপর অলিম্পিকে পাঁচটি সোনা জিতেছেন লরা। এবারের টোকিও অলিম্পিকেও জিতেছেন ম্যাডিসনে। টিম পারস্যুটে জেতেন রুপো। আজ অমনিয়ামে অবশ্য তিনি শেষ করেন ষষ্ঠ স্থানে থেকে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন অমনিয়াম ও টিম পারস্যুটে। এই দুটি বিভাগেই সোনা জেতেন রিও অলিম্পিকেও। গ্রেট ব্রিটেনের সেরা মহিলা অলিম্পিয়ান হিসেবে আজ টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা ছিল লরার হাতে।

এক ডজন অলিম্পিক সোনা

টোকিও জেসন ও লরা সোনা জেতায় ব্রিটিশ সাইক্লিস্ট দম্পতির ঝুলিতে এখন মোট এক ডজন অলিম্পিক সোনা। জেসন কেনি বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে একটি সোনা জিতেছেন। অলিম্পিকের আসরে স্বামীর চেয়ে পদকের সংখ্যায় পিছিয়ে থাকলেও বাকি আন্তর্জাতিক আসরে তিনিই অনেক এগিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাতটি, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৪টি, কমনওয়েলথ গেমসে একটি ও ইউরোপীয় অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে ৬টি সোনা রয়েছে লরা কেনির। কেরিয়ারে মোট ২৯টি সোনা, ১১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতেছেন। সবমিলিয়ে এই তারকা সাইক্লিস্ট দম্পতিকে নিয়ে উচ্ছ্বসিত গ্রেট ব্রিটেনের ক্রীড়ামহল।

Our athletes are making their way into Tokyo's Olympic stadium for the final time 🏟️🔥

It's been a wonderful two weeks, but we can't leave Tokyo without saying a proper goodbye! 🇬🇧 🙏@BenSherman1963#tokyo2020 #teamgb pic.twitter.com/JqLr6UO0CX

— Team GB (@TeamGB) August 8, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
British Cyclist Jason Kenny Won The 7th Olympic Gold Medal In Tokyo. His Wife Laura Has 5 Olympic Gold Medals.