১০ অগাস্ট থেকে বর্ষণ
আগামী ১০ অগাস্ট থেকে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের উত্তর অংশ সহ একাধিক জায়গায় প্রবল বর্ষের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গেও আগামী ১০ অগাস্ট থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ষণ হতে পারে বিহার, ঝাড়খন্ড, সিকিমে। এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়ার রিপোর্টে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হিমালয় সংলগ্ন জেলায় বর্ষণ ও উত্তরবঙ্গের আবহাওয়া
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, ও হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে ১০ থেকে ১১ অগাস্ট অঝোর বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিতে নাকাল হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। সিকিমেও একই সঙ্গে ওই সময়েই বর্ষণ হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং ও কালিম্পংএ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার হিমালয় সংলগ্ন তিন জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গে রবিবাসরীয় বর্ষণ ও আবহাওয়ার পূর্বাভাস
রবিবারও কালো মেঘের সঞ্চার হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
দুর্যোগের বজ্রপাত ও মৃত্যু
জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রবল বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় ইতিমধ্যেই ভাসছে রাজ্যের বহু এলাকা। এরই মাধে শনিবার সন্ধ্যে পর্যন্ত পূর্বা বর্ধমান ও নন্দীগ্রাম থেকে এসেছে বজ্রপাতে মৃত্যুর দুঃসংবাদ। মোট ৪ জনের মৃত্যুর খবর ইতিমধ্যেই জানা গিয়েছে। সোমবারই ডিজাস্টার কন্ট্রোল দফতরের থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।
মধ্যপ্রদেশের মাথায় নিম্নচাপ
মধ্যপ্রদেশের ওপরে নিম্নচাপ অবস্থান করছে বেশ কয়েকদিন ধরে। কয়েক সপ্তাহ ধরেই পূর্ব মধ্যপ্রদেশের উত্তরভাগে এই নিম্নচাপের অবস্থানে প্রবল বৃষ্টি দেখা গিয়েছে। সেরাজ্যের ২৩ টি জেলাকে সতর্ক করা হয়েছে। ১৭ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে সঙ্গে দোসর হিসাবে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিকানের, জয়পুর হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ডালটনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে থেমেছে। বে সেই নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে বলে খবর। কারণ মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরফলেই উত্তরাখণ্ড এবং উত্তর উত্তর প্রদেশ এবং দেশের পূর্ব অংশে ১০ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৬.০
বাঁকুড়া ২৬.২
ব্যারাকপুর ২৫.২
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৪য়৬
দার্জিলিং ১৫.৬
কালিম্পং ২০.৫
মেদিনীপুর ২৬.৬
পুরুলিয়া ২৬.১
শ্রীনিকেতন ২৫.৬
কলকাতা ২৮.৫