নীরজের পরবর্তী লক্ষ্য
বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেয়ে গিয়েছেন নীরজ চোপড়া। অলিম্পিক থেকে সোনা জয়ের স্বপ্ন দেখে থাকেন অনেকে। কিন্তু সে স্বীকৃতি হাসিল করতে অ্যাথলিটদের জীবনভরের পরিশ্রম চলে যায়। শত চেষ্টা করেও বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা থেকে সোনা জিততে ব্যর্থ হন অনেকেই। সেখানে নিজের প্রথম অলিম্পিকেই অসাধ্য সাধন করেছেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে দেশকে ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। যিনি শিখরে পৌঁছেও থামতে রাজি নন। উল্টে টোকিও গেমস থেকেই নিজের পরবর্তী লক্ষ্য বেঁধে নিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
৯০ মিটার দূরত্ব
কেরিয়ারের কার্যত সূচনা লগ্নে অলিম্পিক থেকে সোনা জিতে অন্য স্তরে পৌঁছে গিয়েছেন নীরজ চোপড়া। সেখান থেকে নেমে আসতেও তাঁর বেশি সময় লাগেনি। কারণ নতুন করে পর্বতে চড়তে চান নীরজ। তাই ঠিক করে ফেললেন নিজের পরবর্তী লক্ষ্য। জানিয়ে দিলেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা। উল্লেখ্য অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। টোকিও গেমসে সেই রেকর্ড ভাঙতে চেয়েও পারেননি নীরজ চোপড়া। তবে আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট।
নীরজের ব্যক্তিগত দক্ষতা
চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জয়ের নজির রয়েছে তাঁর। ফলে ২৩ বছরের নীরজের কাছ থেকে আগামী দিনেও আরও সাফল্য আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
টোকিও গেমসে নীরজের পারফরম্যান্স
শনিবার টোকিও গেমসের জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই ৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নীরজের জ্যাভেলিন। জার্মানির যে জোহানেস ভেটেরকে ভারতীয় অ্যাথলিট চোপড়ার প্রধান প্রতিপক্ষ বলে ধরা হচ্ছিল, তিনি এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮২.৫২ মিটার জ্যাভলিন থ্রো করতে সক্ষম হন। দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। তৃতীয় প্রতিযোগিতায় তৃতীয় হন চেকের প্রজাতন্ত্রেরই ভিটেজসলাভ ভেসেলে। ৮৫.৪৪ মিটার দূরত্বে জ্যাভলিন তিনি ব্রোঞ্জ জিততে সক্ষম হন।