একেবারে বিনামূল্যে দেওয়া হবে এলপিজির কানেকশন!
উত্তরপ্রদেশের বলিয়া থেকে উজ্জ্বলা যোজনা স্কিমের শুরু হয়। সেই সময় সেই রাজ্যে একেবারে বিনামূল্যে এই যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হয়েছিল। তবে এভাবে কানেকশন দেওয়া নিয়ে হাজারো বিতর্ক তৈরি হয়। বিরোধীরা অনেকে মোদীর নয়া এই স্কিম নিয়ে প্রশ্ন তোলে। এমনকি আদৌতে এই স্কিম গরিরদের দেওয়া হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তবে কেন্দ্রের দাবি, প্রথম পর্যায়ে হওয়া উজ্জ্বলা যোজনাতে বহু মানুষ উপকৃত হয়েছিলেন। তবে এবার দ্বিতীয় পর্যায়ের জন্যে ঝাঁপাতে চলেছে মোদী সরকার। পেট্রোলয়ার মন্ত্রকের সঙ্গেও ইতিমধ্যে তে সংস্থাগুলির কথা হয়েছে। তবে সেকেন্ড পর্যায়ে বেশ কিছু আরও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এবার স্থায়ী ঠিকানার তথ্য দিয়ে যারা গ্যাস নেবেন সেখানেও এই যোজনার কিছু লাভ গ্রাহকরা পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
দ্বিতীয় পর্যায়ে কানেকশনে টার্গেট কোটি!
খুব শীঘ্র উজ্জ্বলা যোজনা স্কিমের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এই যোজনাতে বেশ কিছু বদল আনা হবে। এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে দেশের কয়েক কোটি মানুষকে এই যোজনার মাধ্যমে নতুন গ্যাসের কানেকশন দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। এমনকি শ্রমিকরা অনেক সময়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে কাজে যান। তাঁদের বাইরে খেতে হয়। এবার তাদেরকেও দবতিয় পর্যায়ে গ্যাসের কানেকশন দেওয়ারও ভাবনা ইন্তা রয়েছে। অন্যদিকে, এই যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন নেওয়ার পর তা আগামিদিনে নিয়ে চলতেও পারবেন আবার কাজ হয়ে গেলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
অর্থমন্ত্রী এই বিষয়ে কি জানিয়েছেন!
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাধারণ বাজেট ২০২১-২২ পেশ করার সময়ে উজ্জলা যোজনার সুবিধার কথা গটা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা করেন।। সেই সময় উজ্জলা যোজনার মাধ্যমে এক কোটি মানুষকে গ্যাসের নতুন কানেকশন দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ৩১ জানুয়ারি, ২০২১ গোটা দেশের প্রায় 8.3 কোয়ি গরিব মানূষকে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে। এমনটাই সরকারি তথ্য হিসাবে জানানো হয়েছে।