ত্রিপুরায় ফুলবদলের হিড়িক, শত বাধা সত্ত্বেও তিন শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে

ত্রিপুরার মাটিতে তৃণমূল বিস্তার লাভ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শনিবার ত্রিপুরার সোনামুড়ায় যোগদান কর্মসূচি ছিল তৃণমূলের। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তদের উপর হামলা হয়। তা সত্ত্বেও সোনামুড়ায় এদিন বিজেপি ছেড়ে প্রায় ৩০০ জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

ত্রিপুরার সোনামু়ড়ায় বিজেপির দলত্যাগী নেতাদের যোগদান

সোনামুড়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তীর হাত ধরে ৩০০ জন যোগদান করেন। সমীর চক্রবর্তী-সহ মোট পাঁচ নেতাকে ত্রিপুরা অভিযানের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা অভিষেকের টিম ত্রিপুরার সদস্য হিসেবে কাজ করবেন। হিসেবমতো তাঁদের প্রথম কর্মসূচি ছিল ত্রিপুরার সোনামু়ড়ায় বিজেপির দলত্যাগী নেতাদের যোগদান।

তৃণমূল ক্রমেই শক্তি বাড়াচ্ছে উত্তর-পূর্বের রাজ্যে

এই যোগদান কর্মসূচিতেই যাচ্ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া চক্রবর্তীরা। সেই যাত্রাপথে তাঁদের উপর হামলা হয়। গাড়ি লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি হয়। সুদীপের মাথায় ইট লাগে। জয়ার মুখ রক্তাক্ত হয়। তারপরও এদিন যোগদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ত্রিপুরার সোনামুড়ায়। তৃণমূল ক্রমেই শক্তি বাড়াচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে।

পাঁচজন পালা করে ত্রিপুরার উপর নজর রাখবেন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন ত্রিপুরাকে। ত্রিপুরায় তৃণমূল বিস্তারলাভ করতে পাঁচ সদস্যের একটা টিম তৈরি করেছে। সেই টিমে রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সমীর চক্রবর্তী। এই পাঁচজন পালা করে ত্রিপুরার উপর নজর রাখবেন প্রতি সপ্তাহে একজন করে যাবেন।

তৃণমূল পা রাখতেই ত্রিপুরা বিজেপি ভয় পেয়েছে

পিকের টিমের সদস্যদের ত্রিপুরায় পা রাখা থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগরতলার একটি হোটেলে ২৩ সদস্যদের গৃহবন্দি করে রাখা হয়। তাঁদের ছাড়াতে অনেক কাঠখড় পোড়াতে হয় তৃণমূলকে। তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে তাঁদের মুক্ত করে। এরপর যান অভিযেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কনভয়ের উপরও হামলা হয়। তাঁর গাড়িতে লাঠিচার্জ হয়।

রাজ্যকে ৮টি জোনে ভাগ করে তিনজনকে দায়িত্ব

তারপর দেবাংশু-সুদীপ-জয়ার উপরে হামলার ঘটনা ঘটল এদিন। তৃণমূল তার যুব সংগঠনকে ত্রিপুরায় ব্যবহার করছে। রাজ্যকে ৮টি জোনে ভাগ করে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মাটি কামড়ে ত্রিপুরায় সংগঠন গড়ার কাজ চালাচ্ছেন। শাসকদল বিজেপির শত বাধা উপেক্ষা করে তাঁরা পড়ে রয়েছেন। এদিন

প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গে সাক্ষাৎ কুণালের

এরই মধ্যে ত্রিপুরা সফরে গিয়েছিলেন ‘পঞ্চপাণ্ডব' টিমের এক সদস্য কুণাল ঘোষ। তিনি ত্রিপুরায় নেমেই বাম নেতা অজয় বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁর বাড়িতে যান। তারপর তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এমনকী ত্রিপুররা রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গেও একান্তে বৈঠক করেন কুণাল ঘোষ। এই বৈঠক নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TMC News  

Read more about:
English summary
Over 300 workers join in TMC leaving BJP in Tripura before Assembly Election 2023.