Tokyo Olympics : বজরং পুনিয়ার ব্রোঞ্জ জয়ে লন্ডন গেমসের সাফল্য ছুঁলো ভারত

সোনা কিংবা রূপো হাতছাড়া হলেও ব্রোঞ্জ জিতেই দেশে ফিরছেন বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকভকে ৮-০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ভারতীয় কুস্তিগীর। সেমিফাইনালের হার থেকে শিক্ষা নিয়ে এদিন নিজের সেরাটা উজাড় করে ভারতকে গর্বিত করলেন বিশ্বের দুই নম্বর কুস্তিগীর।

বজরংয়ের দুর্দান্ত জয়

টোকিও গেমসের ৬৫ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিফাইনালে সেভাবে ছন্দে পাওয়া যায় বজরং পুনিয়াকে। ফলস্বরূপ ওই ম্যাচ হেরে সোনা কিংবা রুপো জয়ের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় কুস্তিগীরকে। সেই আক্ষেপ ব্রোঞ্জ পদকের ম্যাচে পূরণ করলেন বজরং। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকভকে দাঁড়াতেই দিলেন না ভারতীয় কুস্তিগীর। আক্রমণাত্মক রণনীতিতে ম্যাচে প্রথম থেকেই প্রভাব বিস্তার করেন পুনিয়া। ম্যাচে ৮-০ পয়েন্টের সহজ জয় পেয়েছেন ভারতীয় বক্সার। চলতি অলিম্পিকে দেশের হয়ে তিনি চতুর্থ ব্রোঞ্জ জিতলেন।

সেমিফাইনাল থেকে শিক্ষা

শুক্রবার পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টের সেমিফাইনালে শোচনীয় হারের সম্মুখীন হতে হয়েছিল বজরং পুনিয়াকে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আজারবাইজানের হাজি আলিয়েভের বিরুদ্ধে ৫-১২ পয়েন্টের ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় কুস্তিগীরকে। বেশি ওপেন খেলতে গিয়ে নিজের জন্য বিপদ ডেকে এনেছিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় তারকা।

লন্ডনের সাফল্য ছুঁলো ভারত

২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছিল ভারত। বজরং পুনিয়ার পদক জয়ে টোকিও গেমসে সেই রেকর্ড ধরে ফেলল টিম ইন্ডিয়া।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics : Indian wrestler Bajrang Punia wins bronze medal