ত্রিপুরায় মমতার পঞ্চপাণ্ডব
ত্রিপুরায় ঘুঁটি সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তার সফর ঘিরে হুলুস্থূল কাণ্ড বেধেছিল আগরতলায়। তবে শুধু অভিষেক নয় ত্রিপুরা জয় করতে হলে সুপরিকল্পিত উপায়ে এগোতে হবে তৃণমূল কংগ্রেসকে। পিকের রণকৌশলে শান দিতে ইতিমধ্যেই পাঁচ নেতাকে ত্রিপুরার বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই পাঁচ নেতার তালিকায় রয়েছেন মলয় ঘটক, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং প্রাক্তন বিধায়ক সমীর চত্রবর্তী। ইতিমধ্যে এই পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব আগরতলায় ঘুরে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখার আগেই গিয়েছিল ব্রাত্য বসু। সেখানে ত্রিপুরার সাংগঠনিক বৈঠক করেছেন ব্রাত্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে আসার পর সেখানে গিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ত্রিপুরায় পা রাখতেই হইচই পড়ে গিয়েছে।অভিষেকের গাড়িতে হামলার অভিযোগে আগরতলায় দলীয় কর্মীদের নিয়ে পথ অবরোধ করেছেন তিনি। দেখা করেছেন ত্রিপুরার রাজার সঙ্গেও
মেপে মেপে পা ফেলছেন মমতা
ত্রিপুরায় যােক বলে মেপে মেপে নির্দিষ্ট রণকৌশলে পা রাখছে তৃণমূল কংগ্রেস। তার জন্য আগেই আগরতলায় লোক পাঠিয়েছিল প্রশান্ত কিশোর। তাদের রুখতে মরিয়া চেষ্টা চালিয়েছে বিপ্লব দেব সরকার। আইপ্যাকের ২৩ জন সদস্যকে হোটেলে বন্দি করে রেখেছিলেন তিনি। শেষে তাদের ছাড়াতে েসখানে হাজির হয় তৃণমূলের প্রতিনিধি দল। ব্রাত্য বসু, ডেরেক ওব্রায়েনরা। ত্রিপুরা সরকারের অভিযোগ ছিল করোনা বিধি লঙ্ঘন করেছে তারা। যদিও বেশিদিন তাদের আটকে রাখতে পারেনি ত্রিপুরা পুলিশ জামিন দিতে বাধ্য হয়েছে। তারপরেই ত্রিপুরায় পা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে আগরতলায়। এদিকে ত্রিপুরায় তৃণমূল শক্তি বাড়াচ্ছে জেনেই তৎপর হয়েছে কংগ্রেস। দিল্লি থেকে নেতারা এসে ত্রিপুরায় বৈঠক করেছেন। দলবদল রুখতে তৎপর হয়েছে কংগ্রেস
অভিষেকের আগরতলা সফর
এই প্রথম আগরতলায় পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাও আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। আগে এই পদে মুকুল রায় ছিলেন। তিনিই প্রথম ত্রিপুরায় সংগঠন তৈরি করেছিলেন। তার জায়গায় এবার এলেন অভিষেক। তার আসার আগের থেকেউ উত্তপ্তছিল আগরতলা। দেবাংশু,জয়া দত্তকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন তাঁরা। তারপরেই আগরতলা বিমান বন্দর থেকে অভিষেকের কনভয় বেরোতেই লাঠি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও টুইট করেছিলেন তিনি। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আবার বহিরাগত স্লোগানও শুনতে হয়েছে অভিষেককে। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা জয়ে ঝাণপালেও এখনও মুকুল রায়কে কিন্তু দেখা যায়নি। অথচ মুকুল রায় তৃণমূলে ফেরার পরেই কিন্তু ত্রিপুরা নিয়ে বেশি উদ্যোগী হয়েছে দল। ত্রিপুরায় তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন মুকুল রায়ই। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। কাজেই ত্রিপুরায় মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতাদেন নিয়েও ভয়ে রয়েছে বিজেপি।
ত্রিপুরা জয়ের চ্যালেঞ্জ
কনভয়ে হামলার পর আগরতলায় সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি বলেছেন আগামী ৩ বছর পর ত্রিপুরা দখল করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর সেপ্টেম্বর মাসে ত্রিপুরায় রোড শো করবেন অভিষেক। সেই রোড শো সফল না হলে ময়দানে নামবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসেই সভা করবেন আগরতলায়। এদিকে আজ তোলপাড় হচ্ছে আগরতলায়, দেবাংশুর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কুণাল ঘোষ ফেসবুকে ভিডিও পোস্ট করে দাবি করেছেন বাইক বাহিনী দাপিয়ে বেরাচ্ছে ত্রিপুরায়। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন কোনও রকম হামলা চালানো হয়নি।