Tokyo Olympics : নীরজ চোপড়ার ঐতিহাসিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

অতীতের নজির ছাপিয়ে ভারতের হয়ে অলিম্পিকে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের হয়ে প্রথম সোনা জিতে রথী-মহারথীদের তালিকায় নাম লিখিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। নীরজের এই ঐতিহাসিক পারফরম্যান্সে উচ্ছ্বিসত হয়েছে দেশ। ১২১ বছরের খরা কাটানো নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য রথী-মহারথীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নীরজ চোপড়ার জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, টোকিওয় ইতিহাস রচনা হয়েছে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যে সফলতা হাসিল করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নিজের ইভেন্টে দুর্দান্ত খেলেছেন নীরজ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের মানসিকতায় মুগ্ধ হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সবশেষে নীরজকে দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

রামনাথ কোবিন্দ

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লিখেছেন, নীরজের জ্যাভলিন সোনা সব বাধা পেরিয়ে ইতিহাস রচনা করেছে। নিজের প্রথম অলিম্পিকেই নীরজ দেশের হয়ে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা জিতেছেন বলেও লিখেছেন রাষ্ট্রপতি কোবিন্দ। নীরজের কীর্তি দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলেও মনে করেন রামনাথ কোবিন্দ।

অনুরাগ ঠাকুর

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনা জেতা নীরজ চোপড়ার গর্বে গর্বিত হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের সোনালী মুহুর্তের ভিডিও পোস্ট করেছেন অনুরাগ। যেখানে ক্রীড়ামন্ত্রীকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। নীরজের হাত ধরে অলিম্পিকে ভারত ইতিহাস রচনা করেছে বলেও লিখেছেন অনুরাগ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী।

কিরেণ রিজিজু

নীরজ চোপড়ার জয়ে অলিম্পিকে ইতিহাস রচনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কিরেণ রিজিজু। প্রয়াত হওয়ার আগে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতীয় অ্যাথলিটদের হাতে সোনা দেখতে চেয়েছিলেন কিংবদন্তি মিলখা সিং। তাঁর সেই স্বপ্ন নীরজ পূরণ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দেশের বর্তমান আইনমন্ত্রী। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের কীর্তি চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও লিখেছেন রিজিজু।

সচিন তেন্ডুলকর

জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সৌজন্যে ভারত অলিম্পিকে উজ্জ্বল হয়েছে বলে লিখেছেন সচিন তেন্ডুলকর। নীরজের পারফরম্যান্স তেরঙাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আপ্লুত মাস্টার ব্লাস্টার। ভারতীয় অ্যাথলিটের কীর্তিকে অনন্য বলেও আখ্যা দিয়েছেন সচিন তেন্ডুলকর।

মমতা বন্দ্যোপাধ্যায়

টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা হয়েছে বলে লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরজ চোপড়ার শনিবারের পারফরম্যান্স গর্বের উর্ধ্বে উঠে গিয়েছে বলেও লিখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। গোটা দেশ দিনটি উপভোগ করবে বলেও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জয় শাহ

টোকিও অলিম্পিক থেকে সোনা জেতা নীরজ চোপড়াকে দেশের নায়ক বলে উল্লেখ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের পারফরম্যান্স গোটা দেশকে জাগ্রত করেছে বলেও লিখেছেন জয়।

অভিনব বিন্দ্রা

নীরজ চোপড়ার জয়ে উচ্ছ্বসিত হয়েছেন ২০০৮ সালের অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। একটি ভিডিও বার্তার পাশাপাশি নীরজকে খোলা চিঠিও লিখেছেন বিন্দ্রা। দেশকে গর্বিত করা জ্যাভলিন থ্রোয়ার দেশের মুখ উজ্জ্বল করেছেন বলেও জানিয়েছেন দেশের সোনার ছেলে।

দেশের প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার দুর্দান্ত সোনা জয়ে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রিকেট মহল। ভারতের গর্বকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং অন্যান্য রথী-মহারথীরা।

সরব সোশ্যাল মিডিয়া

অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতেছে ভারত। এই গর্বে বুকেও ধরে রাখতে পারছেন না ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ইতিহাস রচনা করা জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics : Prime Minister Narendra Modi wishes Neeraj Chopra for the historic win