একে তো টোকিও অলিম্পিক থেকে পদক হাতছাড়া করার জ্বালা। তার মধ্যে গর্হিত অপরাধের জেরে কোচের বহিষ্কারের ঘটনায় আরও কিছুটা ধাক্কা খেলেন কুস্তিগীর দীপক পুনিয়া। লজ্জিত হল টোকিও গেমসে অংশ নেওয়া গোটা ভারতীয় দল। মেজাজ হারিয়ে দীপকের বিদেশি কোচ যে কাজটি করে বসেছেন, তা নিয়ে সমালোচনা চলছে সব মহলে। সমালোচনায় মুখর হয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরাও।
গত শুক্রবার দীপক পুনিয়ার বিদেশি কোচ মুরাদ গাইদারভকের বিরুদ্ধে এক রেফারিকে মারধরের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ব্রোঞ্জ পদকের ম্যাচে দীপকের প্রতিপক্ষকে ২ পয়েন্ট দেওয়া হলে রেগে যান ভারতীয় কুস্তিগীরের রাশিয়ান কোচ। ম্যাচ শেষের পর তিনি রেফারির সঙ্গে প্রথম উষ্ণ বাক্য বিনিময় এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। টোকিও অলিম্পিক থেকে তাঁর অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। গেমস ভিলেজ থেকেও গাইদারভকে বের করে দেওয়া হয়েছে। গাইদারভকে টোকিও থেকে ভারতের উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রবিকুমার দাহিয়ার সফলতার আবহে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন ভারতীয় কুস্তিগীর দীপক কুমার পুনিয়া। ৮৬ কেজির ফ্রিস্টাইল ক্যাটাগরির তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ৩৩ হাজার জনসংখ্যার দেশ সান মারিনোর মিলেস আমিনের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহুর্তে পয়েন্ট হারিয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া করতে হয়েছিল ভারতীয় কুস্তিগীরকে। ৪-২ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল।
যদিও পুরুষদের ৮৬ কেজি ক্যাটাগরির সেমিফাইনালে পৌঁছেছিলেন দীপক। শেষ চারে আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি ভারতীয় কুস্তিগীর। ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে সোনাজয়ী মার্কিন কুস্তিগীর প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করেছিলেন। ১০-০ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিলেন ডেভিড। এসইউপি নিয়মে নির্ধারিত সময়ের অনেক আগেই হার হজম করতে হয়েছিল দীপক পুনিয়াকে। ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন দীপক।
অন্যদিকে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে আজ ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামবেন ভারতের বজরং পুনিয়া। সেমিফাইনালে আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে হেরে যান ভারতীয় কুস্তিগীর। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে এশিয়ান চ্যাম্পিয়নের এই হারে হতাশ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বজরংয়ের থেকে অন্তত ব্রোঞ্জ চাইছেন। বিকেল চারটে নাগাদ তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে খেলতে নামবেন ভারতীয় কুস্তিগীর। এর কিছু পরে পুরুষদের জ্যাভেলিন থ্রো-র ফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় নামবেন ভারতের নীরজ চোপড়া।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!