করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হল বাংলায়, উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধি পেল মৃতের সংখ্যাও

করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হল বাংলায়। করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের আগে উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধি পেল মৃতের সংখ্যাও। তবে করোনার দৈনিক সংক্রমণ সেই সাত-আটশোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বাংলায়। দৈনিক সংক্রমণের এই প্রবণতায় উদ্বেগ বেড়েই চলেছে। করোনার দৈনিক সংক্রমণ এদিন বেড়ে হয়েছে ৭৪৯। আর মৃতের সংখ্যা ৯ থেকে লাফিয়ে ১৫-য় পৌঁছে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৩ হাজার ১২৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২১৭। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের সংখ্যা এদিন বেড়ে ৭৪৯ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৩ হাজার ১২৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৫৮৫ জন। এদিন ৫৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৪৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৯১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪ হাজার ৩২৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬০ লক্ষ ৪৫ হাজার ৬৬২। ১৩৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৮২৮৫। এদিন টেস্টিং হয়েছে ৪৫৭০১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০৯৩২। এদিন ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৯৮৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬২ জন বেড়ে হয়েছে ৯৬৪০১। হাওড়ায় আক্রান্ত ৯৪৭৪৭। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৩ জন বেড়ে আক্রান্ত ৮২০২৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে বাংলার ছয় জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাতার পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণ এদিন ৫০-এর উপরে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৯৭ জন সংক্রমিত হয়েছেন। এরপর রয়েছে জলপাইগুড়ি ৭৬ জন। তারপর কলকাতা ৬৬ জন আর দক্ষিণ ২৪ পরগনায় ৬২ জন। দার্জিলিংয়ে ৫৭, আর নদিয়ায় ৫০ জন। আর সবথেকে কম সংক্রমণ এদিন মুর্শিদাবাদে। ১০-এর নিচে সংক্রমণ সাত জেলায়। ১০০ নিচে সক্রিয় মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদে। দক্ষিণ দিনাজপুরে পুরো ১০০ জন সক্রিয় রয়েছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infection is increased in West Bengal and death toll also increased. Though Corona discharge rate increased more.