Tokyo Olympics : গ্রেট কার্ল লুইসকে টপকে এগারোর নজির অ্যালিসন ফেলিক্সের, জাপানে পদকের বৃষ্টি

টোকিও অলিম্পিকে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জিতেছে আমেরিকা। গড়েছে এক অনন্য নজির। সেই সঙ্গে এক দুর্দান্ত কীর্তির মালকিন হয়েছেন ওই দলেরই অন্যতম সদস্য তথা কিংবদন্তি মার্কিন অ্যাথলিট অ্যালিসন ফেলিক্স। অলিম্পিকে রেকর্ডের নিরিখে টপকে গিয়েছেন গ্রেট কার্ল লুইসকে। কী এমন করে দেখালেন এই কিংবদন্তি মহিলা অ্যাথলিট।

৩৫ বছরের অ্যালিসন ফেলিক্সের সোনার দৌড় শেষই হয় না। টোকিও অলিম্পিকে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনাজয়ী মার্কিন দলের অন্যতম সদস্য ফেলিক্স চলতি প্রতিযোগিতায় মোট দুটি পদক জিতলেন। শুক্রবার টোকিও গেমসে মহিলাদের ৪০০ মিটার স্প্রিন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতেন। সবমিলিয়ে অলিম্পিক থেকে অর্জিত ফেলিক্সের পদক সংখ্যা ১১-তে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে সাতটি সোনা, তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ সামিল রয়েছে।

আমেরিকার কিংবদন্তি অ্যাথলিট কার্ল লুইস অলিম্পিক থেকে মোট ১০টি পদক জিতেছিলেন। তাতে ৯টি সোনা ও একটি রুপো সামিল। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ থেকে মোট অর্জন করা পদক সংখ্যার নিরিখে সেই লুইসকে টপকে গিয়েছেন ফেলিক্স। যদিও সোনা অর্জনের ক্ষেত্রে প্রাক্তনীর থেকে কিছুটা পিছিয়েই রয়েছেন আমেরিকার কিংবদন্তি মহিলা অ্যাথলিট। যিনি কোথায় থামবেন, তা বুঝেই উঠতে পারছে না ক্রীড়া দুনিয়া।

🥇 for the United States of America! 🇺🇸

The US quartet dominates the women's 4x400m in 3:16.85 – the fifth fastest time in history – and are the #Tokyo2020 champions.

Their unofficial splits are unreal 🤯@GoSydGo 49.96@allysonfelix 49.58
Dalilah Muhammad 48.97@athiiing 48.34 pic.twitter.com/AFHFUHG1eW

— World Athletics (@WorldAthletics) August 7, 2021

২০০৪ সালের এথেন্স অলিম্পিকে আমেরিকার হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করেছিলেন অ্যালিসন ফেলিক্স। সে বছর মহিলাদের ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে তিনি রুপো জিতেছিলেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টেও রুপো জিতেছিলেন মার্কিন অ্যাথলিট। একই গেমসের ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনাজয়ী দলের সদস্য ছিলেন ফেলিক্স। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন অ্যালিসন। সেবার মহিলাদের ২০০ মিটার স্প্রিন্ট, ৪x১০০ মিটার রিলে এবং ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জিতেছিলেন আমেরিকার অ্যাথলিট।

চার বছর পর রিও গেমসেও তিনটি পদক জিতেছিলেন অ্যালিসন। মহিলাদের ৪x১০০ মিটার রিলে এবং ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জেতা ফেলিক্স ৪০০ মিটার স্প্রিন্টে রুপো জিতেছিলেন। সবমিলিয়ে অলিম্পিক থেকে মোট ১১টি পদক জেতা ফেলিক্সকে আমেরিকার কিংবদন্তিদের তালিকায় রাখা হয়। অন্যদিকে টোকিও গেমসে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জিতে এক অন্য রেকর্ড গড়েছে আমেরিকা। অলিম্পিকে এই নিয়ে টানা সাত বার একই ইভেন্ট থেকে সোনা জয়ের অনন্য রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics : US athletes Allyson Felix won her 11th medal from the games
Story first published: Saturday, August 7, 2021, 23:06 [IST]