দুটি পথের মধ্যে কোন পথকে নেবে সিপিএম
বাংলার বিধানসভায় সাফ হয়ে সিপিএমের এক পক্ষ চাইছে বিজেপির বিরোধিতায় তৃণমূলের সঙ্গে জোটের পথে হাঁটতে। আর অন্যপক্ষ চাইছে বিজেপি ও তৃণমূল থেকে সমদূরত্ব রেখে চলতে। সিপিএম স্থির করতে পারছে না, এই দুটি পথের মধ্যে কোন পথকে নেবে। তবে সিপিএম স্থির করে ফেলেছে, তাঁদের প্রধান শত্রু হিসেবে এখন থেকে বিজেপি। তারপরে থাকবে তৃণমূল।
বিমান-সূর্যদের উল্টো পথে সেলিম-সুজনরা
সম্প্রতি বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন বিজেপি বিরোধিতায় তাঁরা যে কাউকেই সমর্থন করতে রাজি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী ঐক্য গড়ে উঠলে, তাঁদের আপত্তি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আবার আপত্তি রয়েছে সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমদের।
পরস্পরবিরোধী বক্তব্যে অস্বস্তি তৈরি হল সিপিএমে
সিপিএম কোন পথে হাঁটবে, তৃণমূল-বিজেপির সঙ্গে সমদূরত্ব? নাকি, বিজেপির মোকাবিলায় তৃণমূলের সঙ্গে বন্ধুত্ব? তা স্থির করতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ভিন্নমত পোষণ করে বসেছেন পাঠচক্রের আলোচনায়। মুজফ্ফর আহমেদের জন্মবার্ষিকীতে পাঠচক্রের আয়োজন করেছিল সিপিএম। সেখানে পরস্পরবিরোধী বক্তব্যে অস্বস্তি তৈরি হল সিপিএমে।
তৃণমূল আর বিজেপির এখন আর গড়াপেটা নেই
সিপিএম আগেই জানিয়েছে, তৃণমূল আর বিজেপির এখন আর গড়াপেটা নেই। ২০১৯-এর পর তাদের মধ্যে বোঝাপড়া রয়েছে- এই অভিযোগ বৃথা। ২০১৯ সাল পর্যন্ত তবু এই অভিযোগ ধোপে টিকত যে, মোদী আর মমতার সেটিং ছিল, তৃণমূল আর বিজেপি বোঝাপড়া করে রাজ্য ও কেন্দ্রে ছিল।
তৃণমূলকে নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র
সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কথায়, রাজ্যে একসময় বিজেপিকে ডেকে এনে জোট করেছিল তৃণমূল।কিন্তু এখন সময় বদলেছে। তৃণমূল-বিজেপির সমীকরমও বদলেছে। বদলেছে রসায়ন। আর জাতীয় ও রাজ্যের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সেখানে দাঁড়িয়ে জাতীয়স্তরে বিজেপিকে একমাত্র শত্রুপক্ষ করে তৃণমূলের সঙ্গে জোটের পথ আমরা হাঁটতেই পারি। তবে রাজ্যে আমরা তৃণমূলের বিরুদ্ধে একা চলব।
মহম্মদ সেলিম বিজেমূল তত্ত্বকেই আঁকড়ে রয়েছেন
সূর্যকান্ত মিশ্রের এই কথার সঙ্গে একেবারেই সহমত নন মহম্মদ সেলিম। সিপিএম যখন বিজেমূল তত্ত্বকে উড়িয়ে দিয়ে বিজেপি ও তৃণমূলকে পৃথক ভাবে দেখতে শুরু করেছে, তখন মহম্মদ সেলিম বিজেমূল তত্ত্বেই পড়ে থাকতে চাইছেন। তিনি বকচ্ছপ, হাঁসজারু, গরুর গাড়ি শব্দ ব্যবহার করে বুঝিয়ে দেন বক, কচ্ছপ, হাঁস, শজারু বা গরু ও গাড়ি- প্রত্যেকটি শব্দই আলাদা।
মহম্মদ সেলিমের বক্তব্যে তৃণমূল ও বিজেপি
মহম্মদ সেলিম বিজেমূল তত্ত্বে বিশ্বাস রেখেই বলেন, বক, কচ্ছপ, হাঁস, শজারু বা গরু ও গাড়ির মতো বিজেপি ও তৃণমূলও আলাদা। আর পার্টিতে আগেই আলোচনা হয়েছিল দক্ষিণপন্থী শক্তি কখনও আরএসএস বিরোধী হতে পারে না। অর্থাৎ বিজেপি ও তৃণমূল একইমুদ্রার দু-পিঠ। এর ফলে সূর্যকান্ত ও মহম্মদ সেলিমের সংঘাতে সিপিএমের দোটানা ঘুচল না বরং আরও ঘোরালো হল।