তৃণমূল কুপন দিচ্ছে
এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলের নেতারা বাড়ি থেকে কুপন দিচ্ছেন। কোথাও আবার তৃণমূলের অফিসেই টিকাকরণের ক্যাম্প বসানো হয়েছে। এই ধরনের কুপনের কয়েকশো কপি তিনি সংগ্রহ করেছেন। সেগুলো তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এই ধরনের অসভ্যতামি বন্ধ না হলে তার কড়া প্রতিক্রিয়া হবে। তবে কী হবে, তা তিনি এদিন বলেননি।
কেন্দ্রের কাছে আবেদন
শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের জন্য আলাদা টিকাকরণের ব্যবস্থার দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রের অধীনে থাকা হাসপাতালগুলিতে যাতে বিজেপি কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা যায় তার জন্যও কেন্দ্রের কাছে আবেদন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে অনুরোধ
শুভেন্দু অধিকারী বলেছেন, যাতে রেলের হাসপাতালগুলো থেকে যাতে বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া যায়, সেজন্য তিনি কথা বলেছেন। পাশাপাশি তিনি জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছেন যাতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিমানবন্দর, ইএসআই হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আর্মি হাসপাতালেও এর ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর।
বুধবার ভাঙড়ে তৃণমূল পার্টি অফিস থেকে ভ্যাকসিন
বুধবার ভাঙড়ের ১ নম্বর ব্লকের কড়মবা এলাকায় তৃণমূলের পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হয়। সেখানে প্রায় ১৫০ জনকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। যা নিয়েই শুধু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে বিজেপির তরফে দলবাজির অভিযোগ করা হয়েছে। সরকারি উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আয়োজন কেন তৃণমূল পার্টি অফিসে সেই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। প্রভাব খাটিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের সাফাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিষ্কার না থাকায় সাময়িকভাবে তৃণমূল পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হয়। অন্যদিকে বিডিও জানিয়েছেন, এরকম আর কাউকে ক্যাম্প করতে দেওয়া হবে না। প্রকাশিত খবর অনুযায়ী, ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কড়মবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলেও স্থানীয় লোকজন সেটাকে পার্টি অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।