বাংলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বাংলায় তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে! আর সেই আশঙ্কা থেকে আজ বৃহস্পতিবার উচ্চপর্যায়ের একটি বৈঠক হয় নবান্নে। মূলত কীভাবে তৃতীয় ওয়েভ থেকে বাংলার মানুষকে রক্ষা করা যায় সেজন্যে এই বৈঠক হয়।
তবে এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়ে বলেন, রাজ্যে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে করোনার সংক্রমণ। শুধু তাঁর কথা নয়, বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বুলেটিনের তথ্য তেমনটা বলছে।
তবে উত্তর ২৪ পরগণাতে গত কয়েকদিন ধরে সংক্রমণের গ্রাফ শতাধিকের বেশি। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদের কাছে।
বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন যেখানে গত ৪৮ ঘন্টাতে সংখ্যাটা ছিল ৮২৪। অর্থাৎ গত ২৪ ঘন্টাতে আরও কিছুটা কমেছে সংক্রমণের হার। যা যথেষ্ট স্বস্তি হিসাবে দেখছেন চিকিৎসকরা।
তবে চিকিৎসকদের একাংশের মতে, এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে করোনা বিধিকে অমান্য করা মানে বিপদ ডেকে আনা। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৩১, ৬৬২। তবে রাজ্যে করোনার সংক্রমণ কমলেও গত ২৪ ঘন্টাতে বেড়েছে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।
বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও গত ৪৮ ঘন্টার নিরিখে কিছুটা বেড়েছে এই মৃতের হার। তথ্য বলছে বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১০ জনের।
তবে ২৪ ঘন্টায় আরও অতিরিক্ত তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৯৩ জন। চিকিৎসকরা বলছেন, মানুষ আগের থেকে অনেক বেশি সতর্ক এবং সচেতন হয়েছেন। আর সেই কারণে বাংলাতে আক্রান্ত এবং মৃত্যুর হার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
অন্যদিকে ক্রমশ অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। অনেকে বলছেন, আতঙ্ক ভুলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৭২১ জন। যা গত ৪৮ ঘন্টার থেকে কিছুটা হলেও কম। রাজ্যে সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে ডাক্তারদের।
মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা থেকে সেরে উঠেছেন ১৫,০২,৭৪৮ জন মানুষ।
তবে ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘন্টাতে এই জেলাতে করোনা সংক্রমণ ব্যাপক ভাবে হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী এই জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। হু হু এই জেলাতে সংক্রমণ বাড়তে থাকে বেশ কয়েকটি জায়গাতে কড়া ভাবে বিধি নিষেধ জারি করা হয়েছে
অন্যদিকে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই অবস্থাতে আশঙ্কা কথা এটাই যে কলকাতা পুরসভাতে কোভিশিল্ড শেষ। ফলে শুক্রবার থেকে অনিরিষ্টকালের জন্যে এই ভ্যাক্সিন দেওয়ার কাজ বন্ধ থাকছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!