|
রাষ্ট্রপতির শুভেচ্ছা
৪১ বছর পর অলিম্পিক থেকে পদক আনা ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জার্মানির বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের লড়াই, দক্ষতা ও প্রশংসায় মুগ্ধ হয়েছেন রাষ্ট্রপতি। লিখেছেন, এই ঐতিহাসিক জয় ভারতীয় হকিতে নতুন যুগের সূচনা করবে। মনপ্রীত সিংদের পারফরম্যান্স আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও লিখেছেন রামনাথ কোবিন্দ।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দলের জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনপ্রীত সিংদের এই পারফরম্যান্স প্রতি ভারতীয়ের মনে গেঁথে যাবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। এই জয় দেশের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাবে বলেও মনে করেন দেশের প্রশাসনিক প্রধান।
|
অনুরাগ ঠাকুর
৪১ বছর পর অলিম্পিক থেকে পদক জেতা ভারতের পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। পিছিয়ে গিয়েও যেভাবে ম্যাচে ফিরে এসেছেন মনপ্রীত সিংরা, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগ। এই ঐতিহাসিক জয় দেশের হকিতে নতুন যুগের সূচনা করবে বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী। গোটা ভারত হার্দিক, সিমরনজৎ-দের জয়ে গর্বিত বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর।
|
কিরেণ রিজিজু
৪১ বছর অলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতলেও একে সোনালী মুহুর্ত বলে আখ্যা দিয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। টোকিও গেমসের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ভারতীয় হকি দল যে দক্ষতায় জার্মানিকে হারিয়েছে, তার প্রশংসা করেছেন দেশের বর্তমান আইনমন্ত্রী। দেশের হকি তারকাদের শুভেচ্ছাও জানিয়েছেন রিজিজু।
|
নবীন পট্টনায়েক
টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ হকি দলের লড়াকু পারফরম্যান্সের জন্য যাঁকে বিশেষ কৃতিত্ব দেওয়া হচ্ছে, সেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মনপ্রীত সিংদের সাফল্যে গর্বিত হয়ে টুইট করেছেন। ভারতীয় হকি দলের এই ঐতিহাসিক জয় নতুন অধ্যায় রচনা করবে বলেও মনে করেন নবীন পট্টনায়েক।
|
সচিন তেন্ডুলকর
টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দলের ঐতিহাসিক জয়ের পর টুইট করতে ভোলেননি সচিন তেন্ডুলকর। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ভারত যে লড়াই করেছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মাস্টার ব্লাস্টার। ম্যাচের শেষ মুহুর্তে ভারতীয় গোলরক্ষক শ্রীজেশের দুর্দান্ত সেভ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেটের ঈশ্বর।
|
বিসিসিআই
৪১ বছর পর অলিম্পিক থেকে পদক অর্জন করা ভারতের পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও টিম ইন্ডিয়া। মনপ্রীত সিংদের কৃতিত্বে গর্বিত হয়েছে দেশের জাতীয় ফুটবল দল। ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিংয়ের দেশের ক্রিকেটাররা মেন ইন ব্লু-কে শুভেচ্ছা জানিয়েছেন।
|
মমতা বন্দ্যোপাধ্যায়
টোকিও অলিম্পিকে ঐতিহাসিক জয়ের জন্য ভারতের পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেন ইন ব্লু-দের এই পারফরম্যান্স যুগ যুগ ধরে মনে রাখা হবে বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
|
গৌতম গম্ভীর
ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। মনপ্রীত সিংদের এই জয়ের মাহাত্ম ১৯৮৩, ২০০৭ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার থেকে বেশি বলে মনে করেন গাউতি।