Tokyo Olympics : পরিশ্রমেরই ফসল হকি দলের ঐতিহাসিক সাফল্য, ফোন করে বললেন প্রধানমন্ত্রী মোদী

৪৯ বছর পর অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় হকি দল ৪১ বছর পর প্রতিযোগিতা থেকে পদক জিতল। টোকিও গেমসের ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির বিরুদ্ধে দুই বার পিছিয়ে গিয়েও যেভাবে লড়াই করে ম্যাচে ফেরেন মনপ্রীত সিংরা, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশ। ভারতীয় হকি দলের কৃতিত্বে গর্বিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করার পাশাপাশি ফোন করেন ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিং ও গ্রাহাম রেইডের সঙ্গে সঙ্গে কথা বলেন দেশের প্রশাসনিক প্রধান।

ফোন করেন মোদী

টোকিও অলিম্পিকে জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংকে ফোন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঠের ডাগ আউটে বসে মনপ্রীত যখন মোদীর সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন তাঁর পাশে বসেছিলেন দলের কোচও। সেই দুই জন সহ গোটা দলকেই ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা জানান মোদী। বলেন, এতদিনের পরিশ্রমের ফসল পেয়েছে মেন ইন ব্লু। ভারতীয় হকি দলের এই সাফল্যে গোটা দেশ গর্বিত বলেও জানান প্রধানমন্ত্রী। এই সাফল্যের অন্যতম কারিগর কোচ গ্রাহাম রেইডকেও অভিনন্দন জানিয়েন মোদী। কথোপকথনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কী উত্তর দিলেন মনপ্রীত

জার্মানির বিরুদ্ধে ভারতীয় হকি দলের ম্যাচ জয়ের খুশি দ্বিগুন হয়ে যায় যখন মনপ্রীত সিংকে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী। ইতিহাস রচনা করা ভারতীয় দলের অধিনায়ককে ফোন করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তাতে আপ্লুত হন মনপ্রীত সিং। প্রধানমন্ত্রীকে তিনি জানান যে তাঁরই অনুরপ্রেরণায় এই সাফল্যের মুখ দেখেছে ভারতীয় দল। নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানান ওই দলের কোচ গ্রাহাম রেইডও। জানিয়েছেন যে সেমিফাইনালের পর ভারতীয় প্রধানমন্ত্রীর পেপ টক খেলোয়াড়দের জন্য ওষুধের কাজ করেছে।

নরেন্দ্র মোদীর টুইট

টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দলের জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনপ্রীত সিংদের এই পারফরম্যান্স প্রতি ভারতীয়ের মনে গেঁথে যাবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। এই জয় দেশের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাবে বলেও মনে করেন দেশের প্রশাসনিক প্রধান। পরে হিন্দিতেও একটি টুইট করেন দেশের প্রশাসনিক প্রধান।

ভারতের ইতিহাস

১৯৮০ সালে অলিম্পিক থেকে শেষবার পদক জিততে সক্ষম হয়েছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিকে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতীয় খেলোয়াড়েরা। মাঠেই আনন্দাশ্রু দেখা যায় তাঁদের চোখে। উল্লেখ্য ৪৯ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics: Prime Minister Narendra Modi speaks about the Indian hockey team's hard work