৪ অগাস্ট, বুধবার
বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আট জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এববং পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় আগে থেকেই বৃষ্টির কারণে জল জমে রয়েছে। যে কারণে এইসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে এদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। এইসব জায়গায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
৫ অগাস্ট, বৃহস্পতিবার
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যে কারণে এই তিন জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৬ অগাস্ট, শুক্রবার
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। যে কারণে এইসব জায়গায় জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে, দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। পাশাপাশি নিচু এলাকাগুলি জলপ্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। জল জমে যাওয়ার কারণে ট্রাফিক ব্যবস্থার ওপরেও প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জল জমার কারণে জমিতে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে।
আবহাওয়া দফতরের পক্ষে সতর্ক করে বলা হয়েছে, বজ্রপাতের সময় তাঁরা যেন ঘরের ভিতরে থাকেন। তা না হলেও যেন পাকা কোনও আশ্রয়স্থলে নিচে আশ্রয় নেন।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ৩২.৬)
বালুরঘাট (৩১.৮)
বাঁকুড়া (৩১.১ )
ব্যারাকপুর (৩২.৮)
বহরমপুর ( ৩৩.৪)
বর্ধমান (৩৫)
ক্যানিং ( ৩২.৪)
কোচবিহার ( ৩৫.২)
দার্জিলিং ( ২১.৬)
দিঘা (৩২.৬)
কলকাতা (৩১.৬)
মালদহ ( ৩৩.৩ )
পানাগড় (৩২.৪)
পুরুলিয়া ( ৩০.৩)
শিলিগুড়ি ( ৩৫.২ )
শ্রীনিকেতন (৩২.৯)