গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৪২,৬২৫, মৃতের সংখ্যা ফের বাড়ল

ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২,৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৬২জন। দেশের সুস্থতার সংখ্যা ৩৬ হাজারের কিছু বেশি। ৯৭.৩৭ শতাংশ সুস্থতার হার। ৮ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। কেরলে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে।

বাড়ল সংক্রমণ

দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ফের বাড়ল গত ২৪ ঘণ্টায়। আক্রান্ত হয়েছেন ৪২,৬২৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৭,৬৯,১৩২ জন। সুস্থতার সংখ্যা সামান্য বেড়েছে ৩৬ হাজারের কিছু বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখন মোট সুস্থতার সংখ্যা ৩,০৯,৩৩,০২২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। মারা গিেয়ছেন ৫২৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪,২৫,৭৫৭ জন। একাধিক রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নিয়ে রাজ্যগুলিকে ফের সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

কেরলে বাড়ছে সংক্রমণ

করোনা সংক্রমণের থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগের মধ্যেই কেরলে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩,৬৭৬ জন। করেল নিয়ে রীতিমতো উদ্বেগে কেন্দ্র। কেরলের পাশাপাশি সংক্রমণ বাড়তে শুরু করেছে প্রতিবেশি রাজ্যগুলিতেও। কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্র্ প্রদেশেওনতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। দেশের মোট ৮ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে।সেটা দেশে অন্য রাজ্যগুলিকে সতর্ক হতে বলেছে কেন্দ্র। কারণ প্রায় সব রাজ্যেই এখন লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে. রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়তে শুরু করেছ। দোকান বাজারেও ঠাসাঠাসি করে ভিড় করছেন সকলে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ

প্রতিবারেই করোনা সংক্রমণে সবসময় শীর্ষে থেকেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০০০ জন।কেরলের থেকে অনেকটাই কম। কিন্তু গত দুটি ওয়েভের রেকর্ড দেখে মহারাষ্ট্রের সংক্রমণের উপরে বিশেষ নজর রাখছে কেন্দ্র। যদিও মহারাষ্ট্রে এখন দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। মারা গিয়েছে ১৭৭ জন। করোনা লকডাউন অনেকটাই শিথিল সেখানে। চালু করে দেওয়া হয়েছে লোকাল ট্রেনও। তবে করোনা টিকার দুিট ডোজ থাকলে তবেই সকলে লোকাল ট্রেনে সফর করতে পারবেন বলে নির্দেশিকা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। করোনা আবহের মধ্যে আবার জিকা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে মহারাষ্ট্রে। পুণেতে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

উত্তর প্রদেশে একদিনে ২২ লক্ষ টিকাকরণ

টিকাকরণ নিয়ে ফের তৎপর হয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশে এক দিনে ২২ লক্ষ করোনা টিকাকরণ হয়েছে বলে জানা গিয়েছে। ওড়িশা সরকার এই দিক থেকে অনেকটাইএগিয়ে রয়েছে। ভুবনেশ্বর শহর পুরোটাই করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। তবে উত্তর প্রদেশই প্রথম রাজ্য যে একদিনে এতো সংখ্যক করোনা টিকা দিতে পেরেছে। এদিকে পশ্চিমবঙ্গে এখনও করোনা িটকার সংকট রয়েছে। এসএসকেএম হাসপাতালে করোনা টিকার জন্য লম্বা লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। টিকা পেতে ২ থেকে ৩ দিন লাইন দিতে হচ্ছে তাঁদের। এদিকে ৮ রাজ্যে আর ফ্যাক্টর নিয়ে চিন্তায় কেন্দ্র।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus news of India